দক্ষিণ আফ্রিকাকে আইসিসির শাস্তি

আর্থিক জরিমানার পাশাপাশি সুপার লিগের একটি পয়েন্টও কাটা গেছে টেম্বা বাভুমার দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 04:04 PM
Updated : 2 Feb 2023, 04:04 PM

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারের পর এবার শাস্তিও পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের।

কিম্বার্লিতে বুধবারের ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে দক্ষিণ আফ্রিকা। পরদিন স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।

ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ৫৯ রানে হারে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ৩৪৬ রান তাড়া করতে গিয়ে তারা থামে ২৮৭ রানে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্ব মঞ্চে।

আট নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ খেলা শেষ। আর ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শ্রীলঙ্কা।

এখন লড়াইটা মূলত ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও লঙ্কানদের মধ্যে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা আগেই বাতিল করায় তাদের বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ।

২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ডও।