গ্রুপ সেরা হয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
Published : 16 Jun 2023, 03:10 PM
বৃষ্টির পর বাধা হয়ে দাঁড়াল ভেজা মাঠ। অনেকটা সময় অপেক্ষার পরও শেষ পর্যন্ত সম্ভব হলো না খেলা। প্রকৃতির বাগড়ায় ভেস্তে গেল নারী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি ম্যাচ।
হংকংয়ে শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল লতা মন্ডল, মুর্শিদা খাতুনদের। কিন্তু বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি।
গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের আগের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
৩ ম্যাচ শেষে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কার মেয়েদেরও সমান পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আগামী সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।