আফগান স্পিন সামলে পাকিস্তানের ২৮২

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই দারুণ বোলিং করেছেন নুর আহমাদ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2023, 12:49 PM
Updated : 23 Oct 2023, 12:49 PM

আব্দুল্লাহ শাফিকের ব্যাটে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। তবে মাঝের ওভারে চেপে ধরেন নুর আহমাদ, মোহাম্মদ নবিরা। একপ্রান্তে দলকে আগলে রাখেন বাবর আজম। শেষ দিকে ইফতিখার আহমেদের ঝড়ে লড়াই করার পুঁজি পেল পাকিস্তান।

চেন্নাইয়ে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৮২ রান করেছে পাকিস্তান। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতে এত বেশি রান তাড়ার নজির নেই আফগানদের। ফলে জিততে হলে নতুন রেকর্ডই গড়তে হবে তাদের। 

চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৫৮ রান করেন শাফিক। অধিনায়ক বাবরের ব্যাট থেকে আসে ৭৪ রান। তাদের দুজনকেই ফেরান বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নুর। 

৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন ১৮ বছর ২৯৩ দিন বয়সী বাঁহাতি লেগ স্পিনার। বিশ্বকাপে এর চেয়ে কম বয়সে এক ম্যাচে ৩ উইকেট পেয়েছেন কেবল তারই স্বদেশি মুজিব উর রহমান, ১৮ বছর ৮০ দিন বয়সে। 

চেন্নাইয়ের উইকেট বিবেচনায় এদিন চতুর্থ স্পিনার হিসেবে নুরকে একাদশে নেয় আফগানিস্তান। নবি, রশিদ খানের সঙ্গে মিলে পাকিস্তানকে আটকে রাখার কাজ ভালোভাবেই করেন নুর। 

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই ঘোচায় দীর্ঘ দিনের অপেক্ষা। পঞ্চম ওভারে নাভিন উল হকের বলে ছক্কা মারেন শাফিক। পাওয়ার প্লেতে প্রায় ১৬ মাস, ২২ ইনিংস ও ১ হাজার ৩৬২ বল পর দলটির প্রথম ছক্কা এটি।

এর আগে সবশেষ গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছিল তারা। এই খরা কাটানোর পর এদিন পাওয়ার প্লেতে আরও একটি ছক্কা মারেন শাফিক।

পাওয়ার প্লেতে পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে করে ৫৬ রান। এরপরই তাদের শুরু হয় স্পিন পরীক্ষা। আঁটসাঁট বোলিংয়ে রানের গতি আটকে দেন নবি, নুররা। ইমাম উল হক ফেরেন অল্পেই। 

নুরের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫ চার ও ২ ছক্কায় ৭৫ বলে ৫৮ রান করেন শাফিক। পরে মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিলরা টিকতে পারেননি। 

একপ্রান্ত আগলে রেখে দলকে দুইশ পার করান বাবর। বিশ্বকাপে নিজের ষষ্ঠ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে নুরের বলে ক্যাচ আউট হন তিনি। ৯২ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। 

এক পর্যায়ে মনে হচ্ছিল আড়াইশর আশপাশে থাকবে পাকিস্তান। শাদাব খান ও ইফতিখারের ঝড়ো জুটিতে তিনশর কাছাকাছি যায় তারা। স্রেফ ৪৫ বলে ৭৩ রান যোগ করেন দুজন।

ইফতিখার ২ চার ও ৪ ছক্কায় ২৭ বলে করেন ৪০ রান। শাদাব খেলেন ৩৮ বলে ৪০ রানের ইনিংস। 

নুরের ৩ উইকেট ছাড়া নাভিন ধরেন ২ শিকার। নবি ১০ ওভারে স্রেফ ৩১ রানে নেন ১ উইকেট।