আইপিএলে বাংলাদেশের আরও বেশি ক্রিকেটার দেখতে চান রোহিত

বাংলাদেশের খুব বেশি ক্রিকেটার এখনও পর্যন্ত সুযোগ পাননি ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 09:19 AM
Updated : 3 Dec 2022, 09:19 AM

বাংলাদেশ-ভারত সিরিজ চলার সময়ই হবে আইপিএল নিলাম। ভারতের অনেক ক্রিকেটার তো বটেই, বাংলাদেশেরও কয়েকজন ক্রিকেটার তাকিয়ে থাকবেন এই নিলামের দিকে। যদিও এ দেশের ক্রিকেটারদের নিয়ে খুব বেশি আগ্রহ কখনোই দেখা যায়নি আইপিএল দলগুলির। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার চাওয়া, বাংলাদেশের আরও বেশি ক্রিকেটার যেন সুযোগ পান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। 

আইপিএলে সুযোগ পাওয়া এখন কম-বেশি কাঙ্ক্ষিত বিশ্বজুড়ে প্রায় সব ক্রিকেটারের কাছে। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে হবে এবারের আইপিএলের নিলাম। প্রাথমিক তালিকায় থাকা ২৭৭ জনের মধ্যে আছে ছয় বাংলাদেশির নাম। দেড় কোটি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। 

আইপিএলের ২০২২ সালের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবারও তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আগের বছরগুলোয় এই টুর্নামেন্টে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি সাকিবকে গত আসরে নেয়নি কোনো দলই। অন্যদের তো নামই ওঠেনি নিলামে। 

তবে রোহিত সেই নামগুলিকে দেখতে চান আইপিএলে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে বাংলাদেশ-ভারতের ওয়ানডে সিরিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের ভারতীয় অধিনায়কের কাছে প্রশ্ন ছুটে যায় বাংলাদেশিদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।


“আমি আশা করি (বাংলাদেশিরা দল পাবে)…। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন ক্রিকেটার। আমি সত্যিই মনে করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।”  

“আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি (নিলাম নিয়ে)। আমার  যতটুকু ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।”   

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবই একসময় ছিলেন আইপিএলে নিয়মিত। পরে ২০১৬ সালে তার সঙ্গে যোগ হন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা খেলেছেন এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তামিম ইকবাল এক আসরে দল পেলেও কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি।