প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে মার্শ কাপ ও শেফিল্ড শিল্ড জিতল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
Published : 24 Mar 2024, 07:46 PM
পেসার ক্যামেরন গ্যাননের খানিকটা শর্ট বলে ব্যাট পেতে দিলেন ইয়ান কার্লাইল। গালিতে ডান দিকে বাজপাখির মতো ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিয়ে ছুটলেন জোয়েল প্যারিস। তাকে ঘিরে আনন্দে মেতে উঠলেন সতীর্থরা। চতুর্থ দিনের মিনিট দশেক বাকি থাকতেই ম্যাচের সমাপ্তি। তাসমানিয়ার ব্যাটিং গুঁড়িয়ে আবারও শেফিল্ড শিল্ডের শিরোপা জিতল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির ফাইনালে রোববার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জয় ৩৭৭ রানে।
প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে শেফিল্ড শিল্ড ও ওয়ানডে প্রতিযোগিতা মার্শ কাপ জয়ের কীর্তি গড়ল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। গত মাসে সিডনিতে মার্শ কাপ জেতে তারা।
শেফিল্ড শিল্ডে সব মিলিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৮তম শিরোপা এটি।
পার্থের ওয়াকায় ফাইনালে জিততে হলে শেষ ইনিংসে চার সেশনে তাসমানিয়াকে করতে হতো ৫৩৮ রান। তারা টিকতে পারে স্রেফ এক সেশন। বিশাল লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ সেশনে ৪১ ওভার খেলে ১৬০ রানেই গুটিয়ে যায় দলটি। ১৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা।
দ্বিতীয় ইনিংসে স্রেফ ২৩ রানে ৫ উইকেট নেন ৩৫ বছর বয়সী গ্যানন। ম্যাচে তার প্রাপ্তি ৮ উইকেট।
প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম হোয়াইটম্যান।
এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাথু ওয়েড। দলের মতো তার নিজের জন্যও শেষটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ১ রানের পর শেষ ইনিংসে তাসমানিয়ার ওপেনারের ব্যাট থেকে আসে ৩ রান।
১৬৬ ম্যাচে ৪০.৪৭ গড়ে ৯ হাজার ১৮৭ রান নিয়ে শেষ হলো ওয়েডের লাল বলের অধ্যায়।