সাকিব ঝড়ের পর বড় পরাজয়

শেষ দিন সকালে কিছুটা বিনোদন উপহার দিলেন বাংলাদেশ অধিনায়ক, ভারত ম্যাচ জিতে নিল ১৮৮ রানে।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2022, 04:46 AM
Updated : 18 Dec 2022, 04:46 AM

লেগ সাইডে সীমানায় থাকা একমাত্র ফিল্ডারকেও বৃত্তের ভেতরে আনলেন লোকেশ রাহুল। উদ্দেশ্য, ওভারের শেষ বলে সিঙ্গেল আটকানো। সীমানা ফাঁকা দেখেই হয়তো বাউন্ডারির সুযোগ দেখলেন সাকিব আল হাসান। বিপদ বয়ে এলো সেখানেই। কুলদিপ যাদব ডেলিভারি করলেন একটু টেনে, সাকিব চেষ্টা করলেন সুইপে চার মারার। ব্যাট-বলে হলো না, বল ছোবল দিল স্টাম্পে। শেষ দিনের যাবতীয় আকর্ষণের সমাপ্তি সেখানেই। 

তখনও পর্যন্ত ম্যাচের একমাত্র কৌতূহল ছিল, সাকিব তিন অঙ্ক ছুঁতে পারেন কি না। বাংলাদেশ অধিনায়ককে হাতছানি দিচ্ছিল ছক্কার রেকর্ডও। কিন্তু হলো না কোনোটিই। বাংলাদেশও পারল না লড়াই জমাতে। 

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে রোববার খেলা শেষ স্রেফ ৪৮ মিনিটেই। ১৮৮ রানের জয়ে ভারত এগিয়ে গেল দুই ম্যাচের সিরিজে। 

আধ ডজন করে চার ও ছক্কায় সাকিব করেন ১০৮ বলে ৮৪ রান। গত ৫ বছরে তার সবচেয়ে বড় টেস্ট স্কোর এটি। সবশেষ ২০১৭ সালের অগাস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৮৪ রানের ইনিংস। 

তার সবশেষ সেঞ্চুরি ২০১৭ সালের মার্চে, শ্রীলঙ্কায়। 

এ দিন আর একটি ছক্কা মারতে পারলেই তিনি স্পর্শ করতেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কায় তামিম ইকবালের রেকর্ড। 

৪০ রান নিয়ে সাকিব শুরু করেন শেষ দিন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৯ রানে। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত ছিল আগের দিনই। দেখার ছিল, সাকিব-মিরাজরা শেষ দিনে কতদূর যেতে পারেন। 

দিনের প্রথম ওভারে মোহাম্মদ সিরাজকে দারুণ এক কাভার ড্রাইভে চার মারেন মিরাজ। পরের ওভারে আকমার প্যাটেলকে ছক্কায় ওড়ান সাকিব। দুজনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে ওঠে তাতেই। 

সিরাজের পরের ওভারে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে মিরাজ ক্যাচ দেন পয়েন্টে। আরেক প্রান্তে সাকিব চালিয়ে যেতে থাকেন আগ্রাসন। আকসারকে ছক্কায় স্পর্শ করেন ফিফটি। সিরাজকে চার-ছক্কা মারেন টানা দুই বলে। সেঞ্চুরিটা তাতে নাগালেই চলে আসে। 

কিন্তু কুলদিপের প্রথম ওভারেই শেষ বলে ওই আউট। সাড়ে ৫ বছরের সেঞ্চুরি খরা ঘোচাতে না পেরে সাকিব হতাশায় প্রায় ব্যাট মেরে বসেছিলেন মাটিতে। 

এরপর বাকি দুই উইকেট পড়ে যায় দ্রুতই। শেষ দিনের খেলা শেষ এক ঘণ্টার আগেই। 

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। 

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত ১ম ইনিংস: ৪০৪ 

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০ 

ভারত ২য় ইনিংস: ২৫৮/২ (ডি.) 

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩, আগের দিন ২৭২/৬) (শান্ত ৬৭, জাকির ১০০, ইয়াসির ৫, লিটন ১৯, মুশফিক ২৩, সাকিব ৪০*, সোহান ৩, মিরাজ ৯*; সিরাজ ১৫-৩-৪৬-০, উমেশ ১৫-৩-২৭-১, অশ্বিন ২৭-৩-৭৫-১, আকসার ২৭-১০-৫০-৩, কুলদিপ ১৮-২-৬৯-১)। 

ফল: ভারত ১৮৮ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: কুলদিপ যাদব।