‘অবিশ্বাস্য একজন ক্রিকেটারের অসাধারণ এক অর্জন’

সাকিব আল হাসানের অর্জনে গর্ব, উচ্ছ্বাস আর ভালো লাগার শেষ নেই তার সতীর্থদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 05:33 AM
Updated : 7 March 2023, 05:33 AM

৩০০ উইকেট ছোঁয়ার পর মাঠেই সাকিব আল হাসানকে কাঁধে তুলে নিয়েছেন সতীর্থরা। তবে অভিনন্দনের ডালি শেষ হয়নি সেখানেই। ড্রেসিং রুমে ফেরার পরও তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন দলের সবাই। পালা করে চলেছে ছবি তোলার পর্ব। এরপর সামাজিক মাধ্যমেও ক্রিকেটারদের অনেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত সর্বকালের সেরা ক্রিকেটারকে। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে সাকিবের উইকেট সংখ্যা স্পর্শ করেছে ৩০০। বাঁহাতি স্পিনারদের মধ্যে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলকে পা রেখেছেন তিনি। 

বাংলাদেশের আর কোনো বোলার সাকিবের কাছাকাছি নেই। তার পরেও এখানে পৌঁছানোর মতো কোনো বোলার আপাতত দৃষ্টিসীমায় নেই। ২৬৯ উইকেট নিয়ে দুইয়ে থাকা মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার থমকে গেছে বেশ আগেই। ২০৯ উইকেট নিয়ে তিনে থাকা আব্দুর রাজ্জাক খেলা ছেড়ে এখন নির্বাচক। 

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সেরা মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের শিকার ১৪২ উইকেট। 

৩০০ উইকট ছোঁয়ার দিনে ব্যাট হাতেও ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন সাকিব। ছুঁয়েছেন আরও কিছু মাইলফলক। তাকে নিয়ে তাই গর্ব, উচ্ছ্বাস আর ভালো লাগার শেষ নেই সতীর্থদের। 

সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে এখনও পর্যন্ত দেড় যুগ ধরে একসঙ্গে মাঠ রাঙাচ্ছেন সাকিব ও মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষ হওয়ার পরপরই ড্রেসিং রুমে সাকিবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি নিজের ফেইসবুক পাতায় পোস্ট করে অভিনন্দন জানান মুশফিক। 

“৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব। তোমাকে নিয়ে সত্যিই গর্বিত, সহযাত্রী!” 

ড্রেসিংরুমে সাকিবের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করেই নাজমুল হোসেন শান্ত লিখেছেন, এই অর্জনের কতটা যোগ্য সাকিব। 

“ওয়ানডেতে ৩০০ উইকেটের জন্য অভিনন্দন ভাই। তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকের জন্যও।” 

“সাকিব আল হাসান, আপনি একজন কিংবদন্তি এমনি এমনি নন… আপনি স্পেশাল!!!” 

অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেছেন, সাকিবকে দেখে ও তার কাছ থেকে শিখে নিজেকে সমৃদাধ করতে চান আরও। 

“৩০০ ওয়ানডে উইকেট শিকারি প্রথম বাংলাদেশি বোলার হওয়ার জন্য অভিনন্দন সাকিব আল হাসান ভাই। আপনার কাছ থেকে আরও শিখতে মুখিয়ে আছি।” 

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান শুভ কামনা জানিয়েছেন সাকিবের আরও এমন সাফল্য চেয়ে। 

“বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে পা রাখায় অভিনন্দন সাকিব ভাই। আপনার আরও সাফল্যময় পথচলার অপেক্ষায় আছি।” 

কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কথায় ফুটে উঠেছে ক্রিকেটার সাকিব ও তার এই অর্জনের বিশালত্ব। 

“অবিশ্বাস্য একজন ক্রিকেটারের অসাধারণ এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব ভাই।” 

এছাড়াও অভিনন্দন জানান লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদসহ ক্রিকেটারদের অনেকে।