বড় এক ধাক্কা লাগল স্কটল্যান্ড ক্রিকেটে। প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগে স্বাধীন তদন্তের পর পদত্যাগ করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।
তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার কথা সোমবার। তার একদিন আগেই রোববার সকালে বোর্ড পরিচালকরা তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।
“আমরা সবাই সত্যিই দুঃখিত এবং স্কটল্যান্ডের ক্রিকেটে যারা বর্ণবাদ কিংবা অন্য যে কোনো বৈষম্যের শিকার হয়েছে, তাদের কাছে আমরা প্রকাশ্যে ক্ষমা চেয়েছি।”
বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর কাছে পাঠানো চিঠিতে পরিচালকরা বলেন, তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু তারা দেখেননি।
সাবেক স্কটিশ অফ স্পিনার মজিদ হক ২০২১ সালের নভেম্বরে স্কাই স্পোর্টসে আলাপচারিতায় স্কটল্যান্ড বোর্ডের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ আনার পর স্বাধীন তদন্ত শুরু হয়। ইয়র্কশায়ার কাউন্টি দলে থাকাকালীন সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ আনার পরে এই অভিযোগ করেন মজিদ।
ক্রিকেট স্কটল্যান্ড বিবৃতিতে জানিয়েছে, আগামী দিনগুলোতে বোর্ড ও খেলাধুলার যথাযথ পরিচালন, নেতৃত্ব ও সমর্থন নিশ্চিত করতে অবিলম্বে স্পোর্টস্কটল্যান্ডের সঙ্গে মিলে কাজ করবে তারা।