সাদমান-নাঈমের দ্বিশতক, ইমরুলের শতক

শতকের দুয়ারে দাঁড়িয়ে আছেন নুরুল হাসান সোহান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2023, 01:23 PM
Updated : 3 Nov 2023, 01:23 PM

প্রথম দিনের শতককে দ্বিতীয় দিনে দ্বিশতকে রূপান্তর করলেন সাদমান ইসলাম ও নাঈম ইসলাম। দুজনের জুটিতে হলো রেকর্ড। আরেক ম্যাচে শতক করলেন ইমরুল কায়েস। তার সতীর্থ নুরুল হাসান সোহান দাঁড়িয়ে তিন অঙ্ক ছোঁয়ার দুয়ারে।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৫ উইকেটে ৬০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দ্বিতীয় দিন শেষে সিলেটের রান বিনা উইকেটে ১০১। ফিফটি করে খেলছেন তাউফিক খান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম দিনে মেট্রোর রান ছিল ২ উইকেটে ৩৫৯। প্রথম দিন ১৫৭ রানে অপরাজিত মেট্রো অধিনায়ক সাদমান করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ২৫০ রান। তার ৪৩৭ বলের ইনিংস গড়া ২৮ চার ও এক ছক্কায়।

১০৪ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে ক্যারিয়ার সেরা ২২১ রানের ইনিংস খেলেছেন নাঈম। ২৩ চার ও ৫ ছক্কায় সাজানো তার ২৭৮ বলের ইনিংস।

তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৩৪ রান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় উইকেটে প্রথম তিনশ ছাড়ানো জুটি এটিই।

সিলেটের হয়ে বোলিংয়ে রান দেওয়ার শতক করেছেন চার জন। ১১৫ রানে ৩ উইকেট নিয়ে দলটির সফলতম বোলার ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ৩৫৯/২) ১৪৫.৩ ওভারে  ৬০১/৫ ডিক্লে. (সাদমান ২৫০, নাঈম ২২১, আবু হায়দার ৭, আল আমিন ১১*, বিপ্লব ৯*; আবু জায়েদ ২৫-৫-১০৩-১, জয়নুল ১৬-১-৭০-০, শাহানুর ২৩-২-১০১-০, খালেদ ২৩-২-১২৫-১, নাবিল ৩৯.৩-৫-১১৫-৩, শামসুর ৬-০-১৯-০, গালিব ৭-২-২৪-০, তাওফিক ৬-০-২৪-০)

সিলেট বিভাগ ১ম ইনিংস: ২০ ওভারে ১০১/০ (তাউফিক ৫২*, জাকির ৪২*; শহিদুল ৫-০-১৫-০, আবু হায়দার ৬-১-২৩-০, আরিফ ৫-০-২৪-০, ইফতেখার ২-১-১২-০, বিপ্লব ২-০-২২-০) 

নাদিফের ৭ রানের আক্ষেপ, ঢাকার লিড

প্রথম স্তরের আরেক ম্যাচে নাদিফ চৌধুরি ও সুমন খানের ফিফটিতে রংপুর বিভাগের বিপক্ষে ইনিংসে লিড পেয়েছে ঢাকা বিভাগ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন রংপুরকে ১৫৮ রানে গুটিয়ে দেওয়া ঢাকা দ্বিতীয় দিনে অল আউট হয়েছে ৩২১ রানে।

স্রেফ ৭ রানের জন্য শতক পাননি নাদিফ। তার ১৩২ বলের ইনিংস ১০টি চারের পাশে ছক্কা একটি।  পেসার সুমন খান ৮৬ বলে করেন ৫৭ রান।

৬১ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সফলতম বোলার আব্দুল গাফফার সাকলাইন।

জবাবে দিন শেষে রংপুরের রান ১ উইকেটে ২০। এখনও ১৪৩ রানে পিছিয়ে আছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর বিভাগ ১ম ইনিংস: ১৫৮

ঢাকা বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ৪৭/২) ৯৫.৩ ওভারে ৩২১ (মজিদ ৩১, তাইবুর ১৪, মাহিদুল ২৫, শুভাগত ৩, নাদিফ ৯৩, নাজমুল অপু ৩৫, সুমন ৫৭, এনামুল ৩২, শাকিল ৪*; গালিব ২১-৪-৫৪-১, নিহাদুজ্জামান ২৬.৩-৮-৫৮-৩, সাকলাইন ২১-৫-৬১-৪, আরিফুল ১৬-১-৭৭-১, নবিন ২-০-৮-০, রিশাদ ৮-০-৪৭-১, তানবির ১-০-৭-০)

রংপুর বিভাগ ২য় ইনিংস: ৬ ওভারে ২০/১ (মারুফ ২, মাইশুকুর ১০*, অনিক ৮*; শাকিল ৩-১-১০-১, সুমন ২-০-৬-০, নাজমুল অপু ১-০-৪-০)

ইমরুল-সোহান-সৌম্যর ব্যাটে খুলনার লিড

আসরে প্রথম শতকের স্বাদ পেয়েছেন ইমরুল কায়েস। ফের শতকের দুয়ারে গিয়ে হতাশা সঙ্গী হয়েছে সৌম্য সরকারের। শতক ছোঁয়ার অপেক্ষায় আছেন নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় স্তরের এই ম্যাচে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে খুলনার রান ৭ উইকেটে ৪২৫। এগিয়ে আছে তারা ২৪০ রানে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের মধ্যে এনামুল হক করেছেন ৭৩ রান, ইমরুল ১৮৭ বলে করেছেন ১১৫। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ২০তম শতকের ইনিংসে ১২ চারের পাশে ছক্কা ২টি।

সৌম্য সরকার ১২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেছেন ৮৬ রান। আগের রাউন্ডে সঙ্গীর অভাবে ৯৬ রানে অপরাজিত থাকতে হয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

সোহান ১৩১ বলে ১১ চার ও এক ছক্কায় ৯৩ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ১৮৫

খুলনা বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১০৪/০) ১১৮ ওভারে ৪২৫/৭ (এনামুল ৭৩, ইমরুল ১১৫, সৌম্য ৮৬, মিঠুন ৪, আফিফ ০, সোহান ৯৩*, নাহিদুল ১, জিয়াউর ২৬, টিপু ১৬*; শফিকুল ২২-২-৮৬-০, মোহর ১৯-৩-৭৪-১, সানজামুল ২১-৪-৭৯-২, সাব্বির হোসেন ৮-১-৪৩-১, তাইজুল ৩৩-৮-১০১-৩, শাহাদাত ১৫-১-৩৫-০)

বোলারদের নৈপুণ্যে লিডের পথে চট্টগ্রাম

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিনে ২৯৮ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম বিভাগ।

দিন শেষে ১৯৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে বরিশাল। এখনও ১০২ রানে পিছিয়ে আছে তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের হয়ে পঞ্চাশ ছুঁতে পারেন কেবল ফজলে মাহমুদ। ১৩৮ বলে ৬ চারে ৫৪ রানে অপরাজিত আছেন তিনি।

চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ফাহাদ হোসেন ও অফ স্পিনার নাঈম হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ২৯১/৮) ৮৯.৩ ওভারে ২৯৮ (ফাহাদ ৫, ইয়াসিন ১৯*, ইফরান ১; রাব্বি ২১-৪-৫২-৪, রুয়েল ১৪-০-৬৩-৩, মইন ১০.৩-১-৩৮-০, সোহাগ ১০.৩-০-৪১-০, তানভির ১৭.৩-১-৫৪-২, সালমান ৭-১-২১-১, মইনুল ৯-২-১৮-০)

বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৯৬/৯ (ইফতেখার ৩২, মইনুল ১২, শাহরিয়ার ১০, সালমান ৪, শামসুল ০, মইন ৩৯, সোহাগ ৮, ফজলে মাহমুদ ৫৪*, রাব্বি ১৪, রুয়েল ২; ফাহাদ ১৫-২-৪০-৩, সৈকত ৩-০-২৫-০, ইফরান ১৬-৩-৫০-২, ইয়াসিন ১৩-৩-৩২-১, নাঈম ২২-৯-৩১-৩, মহিদুল ৬-২-৬-০)