ভারতীয় ক্রিকেট
এইসব মিথ্যা সংবাদ আনন্দই দেয় ভারতের তারকা পেসারকে।
Published : 16 Jan 2025, 06:06 PM
অস্ট্রেলিয়া সফর চলাকালে পিঠের সমস্যায় পড়া জাসপ্রিত বুমরাহকে ‘পরিপূর্ণ বিশ্রামে’ থাকতে বলা হয়েছে, সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে ক্রিকেট আঙিনায়। চাউর হওয়া এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন ভারতের তারকা পেসার।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন হুট করে মাঠ ছেড়ে যান বুমরাহ। সিডনিতে তখন চলছিল ভারতের প্রথম ইনিংসের বোলিং। ওই দিনের খেলা শেষে জানা যায় তার পিঠের সমস্যায় ভোগার বিষয়টি।
ওই দিন তো বটেই, দলের দ্বিতীয় ইনিংসেও আর মাঠে নামেননি বুমরাহ। ম্যাচটিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে বাকি অংশে অধিনায়কত্ব করেন ভিরাট কোহলি। ম্যাচটি ৬ উইকেটে জিতে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া।
গত সপ্তাহেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন বুমরাহ। তাকে রাখা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়েও জেগেছে শঙ্কা।
ভারতীয় গণমাধ্যমে ‘দা টাইমস অব ইন্ডিয়া’ বৃহস্পতিবার বুমরাহকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তারা লেখে, তারকা এই পেসারকে পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ভিত্তিহীন খবরটি আরও আগেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’ এ নিজের অ্যাকাউন্টে একজনের পোস্ট শেয়ার করে বুমরাহ জানান, তাকে নিয়ে ছড়ানো খবরটি সম্পূর্ণ মিথ্যা।
“আমি জানি, মিথ্যা খবর সহজে ছড়ায়। তবে এটা আমাকে হাসিয়েছে। (খবরের) সূত্রগুলো অবিশ্বাসযোগ্য।”
পরে অবশ্য ওই পোস্টদাতা নিজের পোস্ট মুছে ফেলেন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির পথচলা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিউ জিল্যান্ড।