বিগ ব্যাশ
আগামী রোববার হবে বিগ ব্যাশের ১৪তম আসরের প্লেয়ার্স ড্রাফট।
Published : 28 Aug 2024, 03:26 PM
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৪তম আসরে খেলার জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। ছেলেদের লিগে ৯ জন আর মেয়েদের মধ্যে আছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
আগামী রোববার হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। বুধবার ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ছেলেদের তালিকায় ৪৩২ জন আর মেয়েদের তালিকায় আছে ১৬১ জন ক্রিকেটারের নাম।
তারকাবহুল এই ড্রাফটে বাংলাদেশ থেকে থাকছে হাসান মাহমুদ, জাকের আলি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান ও তানজিম হাসানের নাম।
এই ৯ জনের কারোরই বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। রিশাদ ও সাইফউদ্দিন সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেলেও ভিসা জটিলতায় কানাডায় খেলতে যেতে পারেননি।
রিশাদ, তানজিদ ও তানজিম ৬ থেকে ৯টি ম্যাচ ও পরে ফাইনালসের জন্য নাম দিয়েছেন। বাকি ৬ জন পুরো টুর্নামেন্টের জন্যই নাম দিয়েছেন ড্রাফটে। মেয়েদের লিগে জাহানারাও পুরো টুর্নামেন্টের জন্য ড্রাফটে নাম দিয়েছেন।
জাহানারা এরই মধ্যে ভারতের উইমেন'স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, পাকিস্তানের প্রদর্শনীমূলক উইমেন'স লিগ ও হংকংয়ের আমন্ত্রণমূলক ফেয়ারব্রেক টুর্নামেন্ট খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিগ ব্যাশের নতুন আসর। ফাইনাল হওয়ার কথা ২৭ জানুয়ারি।