তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
Published : 15 Sep 2024, 09:58 PM
সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলের জয়ের পর তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। যেখানে বাগড়া দিল বৃষ্টি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টিতে একটি বলও খেলা হলো না।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু টানা বৃষ্টিতে ঘন্টা দুয়েক পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। হয়নি টসও।
তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
সাউথ্যাম্পটনে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল ২৮ রানে। কার্ডিফে দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড জেতে ৩ উইকেটে।
এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। আগামী বৃহস্পতিবার নটিংহ্যামে হবে প্রথম ম্যাচ।