নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
Published : 16 Sep 2024, 02:31 PM
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা ফিরে পেলেন ওশাদা ফার্নান্দো। প্রায় ১৮ মাস পর তাকে টেস্টে ফেরাল শ্রীলঙ্কা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য সোমবার ১৬ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ধানাঞ্জায়া ডি সিলভার নেতৃত্বে গড়া দলে ওশাদা ছাড়া ফেরার তালিকায় নেই আর কেউ।
৩২ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটসম্যান ফেরায় দলে জায়গা হারিয়েছেন আরেক ওপেনার নিশান মাদুশকা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা ও নিসালা থারাকা।
চলমান দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম চার দিনের ম্যাচে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে দুই ইনিংসে ১২২ ও ৮০ রানের ইনিংস খেলেন ওশাদা। তার নৈপুণ্যে দুই ম্যাচ সিরিজে লিড নেয় সফরকারীরা।
গত বছরের মার্চের পর আবার টেস্ট দলে জায়গা ফিরে পেলেন ওশাদা। এখন পর্যন্ত ২১ ম্যাচের ক্যারিয়ারে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে তার রান এক হাজার ৯১।
বাদ পড়াদের মধ্যে মাদুশকা চরম হতাশ করেন ইংল্যান্ড সিরিজে। প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়ে ৪ ইনিংসে মাত্র ২৪ রান করতে পারেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়ে তৃতীয় টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন পাথুম নিসাঙ্কা।
স্কোয়াডে ফিরলেও একাদশে জায়গা পাওয়া অবশ্য কঠিন হবে ওশাদার। দিমুথ কারুনারাত্নে, নিসাঙ্কা ও কুসাল মেন্ডিসের খেলা একরকম নিশ্চিত। মিডল-অর্ডারে ধানাঞ্জয়ার সঙ্গে থাকছেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিসরা।
ইংল্যান্ড সফরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পেস অলরাউন্ডার থারাকা ও ফাস্ট বোলার রাজিথা। স্কোয়াডে চার পেসার আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ভিশ্ব ফার্নান্দো, মিলান রাত্নায়েকে থাকায় এবার তাদের বিবেচনা করা হয়নি।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু প্রথম টেস্ট। একই মাঠে পরের ম্যাচ শুরু হবে ২৬ তারিখ।
শ্রীলঙ্কা স্কোয়াড: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ কারুনারাত্নে, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রাবাথা জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রাত্নায়েকে।