চ্যাম্পিয়ন্স ট্রফি
বিসিসিআই সচিব স্পষ্ট করে দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির নির্দেশিকা মেনে চলবেন তারা।
Published : 22 Jan 2025, 08:29 PM
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে ভারতের দল না পাঠানো নিয়ে কম জল ঘোলা হয়নি। নতুন করে বিতর্ক তৈরি হয় আরেকটি খবরে। ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বিসিসিআইয়ের নতুন সচিব দেভাজিত সাইকিয়া স্পষ্ট করে দিলেন, টুর্নামেন্টের অফিসিয়াল লোগো ব্যবহারের ক্ষেত্রে আইসিসির নির্দেশিকা মেনে চলবেন তারা।
কার্যত তিনি নিশ্চিত করে দিলেন, ভারতের জার্সিতে আইসিসির অফিসিয়াল লোগো থাকবে, যেখানে পাকিস্তানের নামও থাকবে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিজবাজকে বুধবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিসিসিআই সচিব, “আইসিসির নির্দেশিকা যা আছে, তা আমরা অনুসরণ করব।”
আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তানের নাম থাকার বিষয়টি উল্লেখ করা হলে সাইকিয়া পুনরায় বলেন, “আমরা আইসিসির নির্দেশিকা অনুসরণ করব।”
সব দলের অধিনায়কদের নিয়ে আইসিসির আনুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে ভারত অধিনায়ক রোহিত শার্মা পাকিস্তান যাবেন কি-না, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাইকিয়া। করাচিতে ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি হতে পারে ওই অনুষ্ঠান।
এই বিষয়ে আরেক ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বিসিসিআই সচিব বলেন, “রোহিতের পাকিস্তান ভ্রমণের বিষয়টি এখনও আলোচনা হয়নি। এটি এখনও এজেন্ডায় নেই।”
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
সাধারণত সব বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো আইসিসির নির্দেশিকা মেনে চলে। সব দলকে তাদের খেলার ও অনুশীলন কিট অনুমোদনের জন্য আইসিসিতে পাঠাতে হয়।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে শুধু ইংল্যান্ড নয়, ইংল্যান্ড ও ওয়েলসের নাম ছিল। পাকিস্তানের খেলোয়াড়রা ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যে জার্সি পরেছিল, সেটার লোগোতে ছিল ভারতের নাম। বর্তমানে মালয়েশিয়ায় চলমান উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোতে আয়োজকের নাম উল্লেখ আছে।
এশিয়া কাপের ক্ষেত্রে অবশ্য বিষয়টি ভিন্ন। ২০২৩ সালে অনুষ্ঠিত সবশেষ এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক ছিল পাকিস্তান, তবে জার্সির লোগোতে পাকিস্তানের নাম ছিল না। টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তখন জানিয়েছিল, তাদের নীতি পরিবর্তন করা হয়েছে এবং জার্সিতে আয়োজক দেশের নাম রাখার কোনো প্রয়োজন নেই।