পাকিস্তান-নিউ জিল্যান্ড সিরিজ
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান।
Published : 04 Mar 2025, 08:29 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে অনেক পরিবর্তন এনেছে পাকিস্তান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে এই সংস্করণে রাখেনি তারা। ওয়ানডে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদির।
নিউ জিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। সাদা বলের সিরিজ দুটির জন্য মঙ্গলবার আলাদা দল দিয়েছে তারা।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন রিজওয়ানের ডেপুটি সালমান আলি আগা। এই সিরিজে সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ হারিসকেও টি-টোয়েন্টিতে ফিরিয়েছে তারা। পাকিস্তানের হয়ে সবশেষ ২০২৩ সালে মাঠে নেমেছিলেন এই কিপার-ব্যাটসম্যান।
২২ বছর বয়সী হাসান নাওয়াজকে টি-টোয়েন্টি দলে রেখেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২১টি।
এখনও পিএসএলও খেলেননি আব্দুল সামাদ। তবে ঘরোয়া অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে আলো ছড়িয়ে প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটসম্যান। আর গত ডিসেম্বরে সবশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ওমাইর ইউসুফও ডাক পেয়েছেন দলে।
টি-টোয়েন্টি দলের বোলিং বিভাগেও কিছু পরিবর্তন এসেছে। আফ্রিদি ও হারিস রউফ থাকলেও এখনও এই সংস্করণে অনুপস্থিত আরেক পেসার নাসিম শাহ। দুই স্পিনার সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ জায়গা ধরে রেখেছেন, ফিরেছেন খুশদিল শাহ।
রিজওয়ান পাকাপাকি অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে পাঁচ টি-টোয়েন্টির একটিও জিততে পারেনি পাকিস্তান। তার অনুপস্থিতিতে সালমানের অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল এশিয়ার দলটি।
টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে ছন্দে নেই বাবর আজম। এই সংস্করণে জাতীয় দলের হয়ে ফিফটি নেই গত ১১ ইনিংসে। আর টি-টোয়েন্টিতে তো তার ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও অবশ্য পাকিস্তানের ওয়ানডে দলে খুব বেশি পরিবর্তন আসেনি। উল্লেখযোগ্য বদল কেবল আফ্রিদির বাদ পড়া। এই সংস্করণে আছেন রিজওয়ান ও বাবর। দলে ফিরেছেন আবদুল্লাহ শাফিক।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার আকিফ জাভেদ। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে দারুণ খেলা আকিফ লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ৩৩ উইকেট।
আগামী ১৬ মার্চ শুরু পাকিস্তান-নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু ২৯ মার্চ।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, উসমান খান।
পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হাক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।