রিকি পন্টিংয়ের চেয়ে ১০৮ ইনিংস কম নিয়েই দারুণ এক রেকর্ড গড়লেন স্টিভেন স্মিথ।
Published : 07 Feb 2025, 11:05 AM
ব্যাট হাতে কত রেকর্ডই তো গড়েছেন স্টিভেন স্মিথ। রেকর্ড ভাঙাগড়ার খেলায় এবার যোগ হলো তার ফিল্ডার পরিচয়ও। রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সফলতম ফিল্ডার এখন স্মিথ। দ্রুততম দুইশ ক্যাচের রেকর্ডও তার জন্য স্রেফ সময়ের ব্যাপার।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার এই রেকর্ডে নাম লেখান স্মিথ। পন্টিংয়ের চেয়ে একটি ক্যাচ পেছনে থেকে ম্যাচটি শুরু করেন তিনি। দ্বিতীয় সেশনে ট্রাভিস হেডের বলে কামিন্দু মেন্ডিসের ক্যাচ নিয়ে স্পর্শ করে ফেলেন পন্টিংকে। বিকেলে প্রাবাথ জায়াসুরিয়ার ক্যাচ নিয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নেন।
১৯৭ ক্যাচ নিয়ে এখন নন-কিপারদের মধ্যে অস্ট্রেলিয়ার শীর্ষে স্মিথ। পন্টিং ক্যারিয়ার শেষ করেছেন ১৯৬ ক্যাচ নিয়ে। অবিশ্বাস্যভাবে, পূর্বসূরীকে ছাড়িয়ে যেতে ১০৮ ইনিংস কম লেগেছে স্মিথের।
প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্যাচের ডাবল সেঞ্চুরিয়ান নিশ্চিতভাবেই হবেন তিনিই।
টেস্ট ক্রিকেটের প্রায় ১৪৮ বছরের ইতিহাসে কিপারদের বাইরে দুইশ ক্যাচের কীর্তি আছে স্রেফ চারজনের। ৩০১ ইনিংসে ২১০ ক্যাচ নিয়ে গত ১৩ বছর ধরে রেকর্ডটি রাহুল দ্রাবিড়ের।
তবে সব ঠিকঠাক থাকলে সামনের ইংলিশ গ্রীষ্মেই ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে চূড়ায় পা রাখবেন জো রুট। ২৮৯ ইনিংসে এখন ২০৭ ক্যাচ তার।
২৭০ ইনিংসে ২০৫ ক্যাচ নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন মাহেলা জায়াওয়ার্দেনে। অনেকের মতেই যিনি সর্বকালের সেরা অলরাউন্ডার, সেই জ্যাক ক্যালিসের ক্যাচ ৩১৫ ইনিংসে ২০০টি।
স্মিথও এই ঠিকানায় পৌঁছে যাবেন শিগগিরই। একটি জায়গায় তখন তিনি ছাড়িয়ে যাবেন এই ক্লাবের অন্য চারজনকে। ২০০ ক্যাচে নিশ্চিতভাবেই দ্রুততম হবেন তিনি।
স্মিথের ইনিংসপ্রতি ক্যাচের হার স্রেফ অবিশ্বাস্য। ইনিংসপ্রতি ০.৮৯৫ ক্যাচ তার। টেস্ট ইতিহাসে ১১০টির বেশি ক্যাচ নেওয়া ৩০ ফিল্ডারের মধ্যে স্মিথের ইনিংসপ্রতি ক্যাচই সর্বোচ্চ।