দলের অন্য ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড।
Published : 24 Jan 2025, 03:07 PM
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের আধিপত্য। এশিয়ার এই তিন দেশ থেকে রাখা হয়েছে ১০ জন ক্রিকেটার। বাকি একজন ওয়েস্ট ইন্ডিজের।
২০২৪ সালের সেরা ওয়ানডে দল শুক্রবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। যেখানে সর্বোচ্চ ৪ ক্রিকেটার রাখা হয়েছে শ্রীলঙ্কা থেকে। তিন জন করে ক্রিকেটার আছেন পাকিস্তান ও আফগানিস্তানের।
দলের অধিনায়ক শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। গত বছর ১৬ ওয়ানডে খেলে ৫০.২ গড়ে তৃতীয় সর্বোচ্চ ৬০৫ রান করেছেন তিনি। নামের পাশে এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৪টি।
গত নভেম্বরে ওয়ানডে অভিষেকের পর থেকেই উজ্জ্বল পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। ২০২৪ সালের শেষ দুই মাসে ৯ ওয়ানডে খেলে ৩ সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটি করেছেন তিনি। ৬৪.৩৭ গোলে তার রান ৫১৫।
আইসিসির বর্ষসেরা দলের আরেক ওপেনার আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ১১ ওয়ানডেতে ৪৮.২ গড়ে ৫৩১ রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৩টি ও ফিফটি ২টি।
টপ অর্ডারের আরেকজন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। গত বছর ১২ ওয়ানডে খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯৪ রান করেছেন তিনি ৬৩.০৯ গড়ে। ৩ সেঞ্চুরির সঙ্গে তার ব্যাট থেকে এসেছে দুটি ফিফটি। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির (২১০*) কীর্তিও গড়েন তিনি ২০২৪ সালে।
১৭ ওয়ানডেতে ৭৪২ রান করে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক কুসাল মেন্ডিস। লঙ্কান ব্যাটসম্যান ১ ফিফটির সঙ্গে ফিফটি করেছেন ছয়টি, ব্যাটিং গড় ৫৩।
দলে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বাইরের একমাত্র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড। গত বছর ৯ ওয়ানডেতে ৪২৫ রান করেছেন তিনি। সেঞ্চুরি একটি, ফিফটি ৪টি, ব্যাটিং গড় ১০৬.২।
আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই ১২ ওয়ানডেতে ৫২.১ গড়ে রান করেছেন ৪১৭। ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি গত বছর। আর উইকেট নিয়েছেন ১৭টি।
১০ ওয়ানডে খেলে বছরের সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়া লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হয়েছে একাদশে। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। ওয়ানডে ইতিহাসে যা পঞ্চম সেরা বোলিং।
দলের আরেক স্পিনার আফগানিস্তানের এম গাজানফার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই দুর্দান্ত বোলিংয়ে আলোচনায় আসেন ১৮ বছর বয়সী তরুণ। বছরে ১১ ওয়ানডে খেলে তার শিকার ২১ উইকেট। যার মধ্যে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন তিনি দুইবার।
বিশেষজ্ঞ দুই পেসার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। ৬ ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন আফ্রিদি। আর ৮ ওয়ানডে খেলে রউফের শিকার ১৩ উইকেট।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কুসাল মেন্ডিস (শ্রীলঙ্কা) (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) (অধিনায়ক), শেরফেইন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমাতউল্লাহ ওমারজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), এম গাজানফার (আফগানিস্তান)।