চুক্তির মেয়াদ ছিল এখনও প্রায় দেড় বছর। কিন্তু এর আগেই টম মুডির সঙ্গে সম্পর্কের ইতি টানল শ্রীলঙ্কা। দলটির ক্রিকেট পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারকে।
দ্বিপাক্ষিক সমঝোতায় এই সিদ্ধান্ত এসেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
গত বছরের ফেব্রুয়ারিতে লঙ্কান বোর্ডের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটির সুপারিশে মুডিকে তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটির সঙ্গেই সরাসরি কাজ করতেন তিনি। কিন্তু এখন কমিটি না থাকায় মুডির সার্ভিসের কোনো প্রয়োজন দেখছে না তারা।
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কার কোচ ছিলেন মুডি। তার সময়েই ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলে শ্রীলঙ্কা। সেখানে হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিপিএলে ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেন মুডি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে আইপিএল দলটির প্রধান কোচের দায়িত্বও ছেড়ে দেন মুডি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন মুডি।