আশরাফুল-মুশফিককে পুরস্কার

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম তিন লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2013, 12:33 PM
Updated : 10 March 2013, 12:34 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার রোববার এই পুরস্কার ঘোষণা করেন বলে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।

তিনি ক্রিকেট দলের সাফল্য কামনা করেন এবং সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানান।

মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন ২৬১ রানের রেকর্ড জুটির সৌজন্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ৪৩৮ রান করে অতিথিরা এখনো ১৩২ রানে পিছিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে ঢাকায় ৪১৩ রান করেছিল বাংলাদেশ।

প্রথম দ্বি-শতকের অপেক্ষায় থাকা আশরাফুল ব্যাট করছেন ১৮৯ রানে। ষষ্ঠ শতক পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যানের ৩৯৮ বলের ইনিংসে ২০টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় শতকে পৌঁছানো অধিনায়ক মুশফিক অপরাজিত ১৫২ রানে। তার ২৩৬ বলের ইনিংসটি ১৮টি চার ও ১টি ছক্কায় গড়া।