আন্ডারউডের ৪৮ বছর পর লিচ

বেরিয়ে এসে খেলার চেষ্টায় জ্যাক লিচের সোজা বলের লাইন মিস করে বোল্ড হলেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার পেলেন অনির্বচনীয় এক স্বাদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে নিলেন ১০ উইকেট। ফুরাল ইংলিশদের একটি অপেক্ষাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 03:42 PM
Updated : 26 June 2022, 03:51 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন লিচ। ম্যাচে তার প্রাপ্তি ১৬৬ রানে ১০টি।    

৪৮ বছর পর দেশের মাটিতে কোনো টেস্টে দুই ইনিংসেই অন্তত পাঁচ উইকেট পেলেন ইংল্যান্ডের কোনো স্পিনার।

এর আগে ১৯৭৪ সালে এই কীর্তি গড়েছিলেন ডেরেক আন্ডারউড। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিল ৮টি।

জোরের ওপর ভয়ঙ্কর বাঁহাতি স্পিন করায় আন্ডারউডের নাম হয়ে গিয়েছিল ‘ডেডলি।’ টেস্টের দুই ইনিংসেই পাঁচ উইকেট তিনি নিয়েছিলেন আরও একবার। ১৯৬৯ সালে দা ওভালে সেটি ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে, দুই ইনিংসেই ৬টি করে।

ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে এই কীর্তি আছে আরও ১০ জনের।

লিচের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের স্পিনার হিসেবে সবশেষ ১০ উইকেট পেয়েছিলেন মইন আলি। ২০১৭ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলে এই অফ স্পিনিং অলরাউন্ডার।