বৃষ্টিতে পণ্ড ভারত-দ. আফ্রিকা ‘ফাইনাল’

শঙ্কা ছিল আগে থেকে। টসের পর যখন খেলা শুরুর অপেক্ষা, তখনই বৃষ্টির আগমন। পরে যদিও খেলা হলো কিছুটা। কিন্তু দ্বিতীয় দফা বৃষ্টি নামার পর আর মাঠেই নামতে পারল না দুই দল। পরিত্যক্ত হয়ে গেল ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2022, 04:44 PM
Updated : 19 June 2022, 05:24 PM

প্রথম চার ম্যাচের পর সিরিজে ২-২ সমতা থাকায় বেঙ্গালুরুতে রোববার শেষ ম্যাচটি হয়ে উঠেছিল অলিখিত ফাইনাল। কিন্তু চিন্নাস্বামি স্টেডিয়ামে খেলা হলো মোটে ২১ বল। ভারত ২ উইকেট হারিয়ে করে ২৮ রান।

পাঁচ ম্যাচের সিরিজটি ড্র হলো তাই ২-২ সমতায়।

টানা পঞ্চম ম্যাচে টস হারেন এই সিরিজে ভারতের অধিনায়ক রিশাভ পান্ত। ইশান কিষান ও রুতুরাজ গায়কোয়াড় ব্যাটিংয়ে নামতেই প্রথম দফা বৃষ্টি নামে। পৌনে এক ঘন্টার পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৯ ওভারে।

প্রথম ওভারে টানা দুই ছক্কায় শুরু করা কিষানকে পরের ওভারে বোল্ড করে দেন লুঙ্গি এনগিডি। এই পেসারের পরের ওভারে ক্যাচ দিয়ে ফেরেন রুতুরাজ। আর একটি বল হতেই আবার বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা।

দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩.৩ ওভারে ২৮/২ (কিষান ১৫, রুতুরাজ ১০, শ্রেয়াস ০*, পান্ত ১*; মহারাজ ১-০-১৬-০, এনগিডি ১.৩-০-৬-২, রাবাদা ১-০-৫-০)

ফল: ম্যাচ পরিত্যক্ত

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ