তৃতীয় টেস্টের আগে আইসোলেশনে কনওয়ে

ইংল্যান্ড সফরে বারবার করোনাভাইরাস থাবা বসাচ্ছে নিউ জিল্যান্ড শিবিরে। সবশেষ আক্রান্ত হয়েছেন সফরকারীদের টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 01:00 PM
Updated : 16 June 2022, 01:00 PM

নিউ জিল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবার জানায়, পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকবেন তিনি। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লন্ডনে নামার পর পিসিআর টেস্টে কোভিড-১৯ পজিটিভ হন কনওয়ে। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকা হয়নি।

তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।

কনওয়ের আগে গত বুধবার স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। এই তালিকায় আরও রয়েছেন ফিজিও বিজয় বল্লভ এবং ট্রেনার ক্রিস ডোনাল্ডসন।

হেডিংলিতে আগামী বৃহস্পতিবার শুরু হবে শেষ টেস্ট। ম্যাচটির জন্য লিডসের উদ্দেশে তারা যাবেন আলাদাভাবে। দলের বাকি সদস্যরা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

ট্রেন্ট ব্রিজ টেস্ট শুরুর আগে কোভিডে আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ টেস্ট শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি থাকায় কনওয়ে ও ব্রেসওয়েলও সেরে ওঠার যথেষ্ট সময় পাবেন।

দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ৪৬ ও ৫২ রান করেন কনওয়ে। প্রথম ইনিংসে ৬২ রানে ৩ উইকেট নেওয়া ব্রেসওয়েল দ্বিতীয় ইনিংসে ৬০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।