মুনিমের চোখে সাকিব সুপারম্যান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2022 02:10 AM BdST Updated: 09 Feb 2022 02:10 AM BdST
বিপিএলের চলতি আসরে সাকিব আল হাসান যা করছেন, তা যেন মুনিম শাহরিয়ারের কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে। কোনো মানুষের পক্ষে এমন করা সম্ভব! ধারাবাহিকভাবে ম্যাচের পর ম্যাচ ব্যাটে-বলে এভাবে নিজেকে মেলে ধরা, টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা। এই বিপিএল আর সাকিবের সামগ্রিক ক্যারিয়ার মিলিয়ে তরুণ সতীর্থ মুনিমের কাছে তিনি যেন এক অতিমানব।
আক্ষরিক অর্থেই এখন ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। সেটা যেমন ব্যাটিংয়ে, তেমনি বোলিংয়েও। শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না। বোলিং মোটামুটি ঠিকই ছিল, কিন্তু ভোগাচ্ছিল ব্যাটিং। সে সময় বাজে অবস্থায় ছিল বরিশালও।
প্রথম চার ম্যাচের স্রেফ একটিতে জয় ছিল বরিশালের। পরের পাঁচ ম্যাচ টানা জিতে উঠে এসেছে শীর্ষে। এর শেষ চারটিতেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব।
শুরুটা চট্টগ্রামে। প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের বিপক্ষে ৪১ রানের দায়িত্বশীল ইনিংসের পর আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ রানের সঙ্গে ভালো বোলিংয়ে ২৩ রানে ৩ উইকেট। টি-টোয়েন্টিতে ৪৫ ইনিংসের মধ্যে সেটাই ছিল তার প্রথম ফিফটি।
সিলেটে এসেও ধরে রাখেন ধারাবাহিকতা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান করার পর ২০ রানে নেন ২ উইকেট। টানা তিন ম্যাচে দেড়শর নিচে পুঁজি নিয়ে জেতে বরিশাল। সোমবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৯ বলে ৩৮ রানের বিস্ফোরক ইনিংসের পর রান জোয়ারের ম্যাচে কেবল ২৩ রানে নেন ২ উইকেট।
১২ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেন মুনিম। বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি করা এই ওপেনারের সাকিবে মুগ্ধতা যেন এখনও কাটছে না।
“তিনি এক কথায় সুপারম্যান। টানা চারটা ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, যোগ্য হিসেবেই। তিনি যে ভূমিকা পালন করছেন, এটা অভাবনীয়। অধিনায়ক হিসেবে তিনি দারুণ, কোনো চাপ দেন না। সিম্পল রাখেন সব কিছু। আমরা অবশ্যই উনার কাছ থেকে শেখার চেষ্টা করছি।”
টানা দুই ম্যাচে মুনিমের আলোয় ম্লান ছিলেন উদ্বোধনী জুটির সঙ্গী ক্রিস গেইল। সিলেটের বিপক্ষে ক্যারিবিয়ান ওপেনারও ফিফটি করেন। তবে তিনি পঞ্চাশ স্পর্শ করেন ১৯তম ওভারে, ৪৩ বলে! গেইলসুলভ না হলেও এই ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুনিম।
“আজ গেইল যেটা করেছে, সে পুরো ইনিংস ক্যারি করেছে। ও ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষের বোলারদের জন্য বাড়তি চাপ। তারওপর সাকিব ভাই একটা অসাধারণ ইনিংস খেলেছেন। ক্যামিও ইনিংস, সুন্দর। এরপর ডোয়াইন ব্রাভো নেমে ভালো ফিনিশ করেছে। এ কারণে আমাদের রান হয়েছে।”
“গেইল এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। ও ক্রিজে থেকে ক্যারি করেছে, যে কারণে আমাদের রানটা অনেক দূর গেছে। নইলে আমাদের ফিনিশিংয়ের দিকে অনেক ঝামেলা হয়ে যেত। উইকেট পড়ে যেত, রান হতো না। আমি মনে করি, সে খুব ভালো কাজ করেছে।”
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ