সামর্থ্যের বেশি দিয়ে এই জয়, বললেন তাসকিন

একটিই তো ম্যাচ, অথচ কত অর্জনের হাতছানি। এমন পরিস্থিতিতে অতি রোমাঞ্চে তালগোল পাকিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে তেমন কিছু ঘটতে দেয়নি বাংলাদেশ। কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে তাসকিন আহমেদ বললেন, আগেভাগে জয় নিয়ে ভাবেননি তারা। কেবল প্রক্রিয়া ঠিক রেখে খেলে গেছেন সামর্থ্যের বেশি দিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 01:23 AM
Updated : 5 Jan 2022, 01:54 AM

মাউন্ট মঙ্গানুই টেস্টে বুধবার রূপকথার এক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের হারিয়ে দিয়েছে ৮ উইকেটে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে জয়শূন্য থাকা বাংলাদেশ দ্বিতীয় আসরে এসে পেল প্রথম জয়। সেটাও নিউ জিল্যান্ডের দেশের মাটিতে টানা ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামিয়ে। ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা আট সিরিজ জেতা কিউইদের থামাল মুমিনুল হকের দল।

তাসমান সাগর পাড়ের দেশটিতে তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ম্যাচ হারার পর জিতল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলকে হারাল তাদের মাটিতে। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে টেস্টে ম্যাচ জিতল এই প্রথম। এবার সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের সামনে।

পেস দিয়েই নিউ জিল্যান্ডে হারের চক্র থেকে বের হয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্যে সেই ২০১৭ সালে ওয়েলিংটনে টেস্ট অভিষেক করানো হয় তাসকিনকে। তিনি দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত তাসকিন বললেন, প্রক্রিয়া ঠিক রাখার দিকে ছিল তাদের মনোযোগ।

“অবিশ্বাস্য! এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এশিয়ার বাইরে আমাদের প্রথম জয় (জিম্বাবুয়ে ও খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানেও জয় আছে)।”

“আমরা ম্যাচের ফল নিয়ে ভাবিনি। প্রক্রিয়া ঠিক রেখেছি। দলের সবাই ১১০ শতাংশ দিয়ে খেলেছি। নিউ জিল্যান্ডে আমরা প্রচুর ম্যাচ খেলি। এবার প্রথম জয় পেলাম।”