শেষ বলে ছক্কায় নায়ক পেসার বোল্ট

নানা বাঁক পেরিয়ে ম‍্যাচ গড়ায় শেষ বলে। প্রয়োজন ৬ রান, ক্রিজে তখন শেষ জুটি। বলটি যিনি খেলবেন, আগের ১৪৬ টি-টোয়েন্টি ম্যাচে তার ছক্কা স্রেফ একটি। মূল পরিচয় বোলার হলেও সেই ট্রেন্ট বোল্ট ছক্কা হাঁকিয়ে দলকে এনে দিলেন নাটকীয় জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2021, 01:36 PM
Updated : 23 Dec 2021, 01:36 PM

নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নর্দান ডিসট্রিক্টসের হয়ে ক্যান্টারবুরির বিপক্ষে এই সমীকরণ মেলান বোল্ট।

সেই ওভারের পুরোটাই ছিল নাটকীয়তায় ভরা। মাউন্ট মঙ্গানুইতে ১০৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে নর্দানের প্রয়োজন ছিল ৮ রান, হাতে ৪ উইকেট। বাঁহাতি পেসার এডওয়ার্ড নাটালের প্রথম দুই বলে আউট হয়ে যান আনুরাগ ভার্মা ও ইশ সোধি।

মুখোমুখি প্রথম বলে বোল্ট নেন সিঙ্গেল। চতুর্থ বলে আরেকটি উইকেট, ক্যাচ দিয়ে ফেরেন জো ওয়াকার। ইনিংসের শুরুর দিকে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়া ওপেনার ক‍্যাটেন ক্লার্ক আবার ব্যাটিংয়ে ফিরে পঞ্চম বলে নেন সিঙ্গেল।

শেষ বলে বোল্টের ওই ছক্কা। নাটালের শর্ট বল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উন্মুক্ত গ্যালারিতে আছড়ে ফেলেন বোল্ট।

ব্যাটিংয়ের আগে বল হাতেও ২১ রানে ২ উইকেট নেন নিউ জিল‍্যান্ডের বাঁহাতি এই পেসার।