শতভাগ ম্যাচ ফি হারালেন ইংলিশ ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2021 04:03 PM BdST Updated: 11 Dec 2021 06:39 PM BdST
ম্যাচ হারের বিষাদ তো আছেই, সঙ্গে আর্থিক জরিমানা হয়েছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগই হারিয়েছে দলটির সদস্যরা।
এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম করেছে ইংল্যান্ড। ফলে জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ পয়েন্টও কাটা পড়েছে তাদের।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।
ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে মন্থর ওভার রেটের জন্য সব মিলিয়ে ৭ পয়েন্ট হারিয়েছ ইংল্যান্ড। নয় পয়েন্ট নিয়ে দলটি আছে সাত নম্বরে।
অ্যাশেজে সিরিজে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে তারা পিছিয়ে ১-০ ব্যবধানে।
আগামী বৃহস্পতিবার অ্যাডিলেইডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার