আফিফকে বল মেরে শাস্তি পেলেন আফ্রিদি

আগের বলে ছক্কা হজম করে যেন মেজাজ হারিয়ে ফেলেছিলেন শাহিন শাহ আফ্রিদি, অহেতুক বল ছুঁড়ে মারেন ব্যাটসম্যান আফিফ হোসেনের দিকে। এমন ঘটনার পর অনুমিতই ছিল পাকিস্তানি এই পেসারের শাস্তি। আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 12:33 PM
Updated : 21 Nov 2021, 12:35 PM

মিরপুরে শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কাণ্ড ঘটান আফ্রিদি। বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা সেটি।

ওভারের প্রথম বলেই তাকে ফ্লিক শটে ছক্কায় ওড়ান আফিফ। পরের বলে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ব্যাটসম্যান ডিফেন্স করলেও বিনা কারণে বল ছুঁড়েন আফ্রিদি। বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে।

ব্যথায় কিছুক্ষণ মাঠে শুয়ে ছিলেন আফিফ। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার অবশ্য ব্যাটিং করেন তিনি। ম্যাচ শেষে আফ্রিদিকে দেখা যায় আফিফের সঙ্গে কথা বলতে।

ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে আফ্রিদি নিজের ভুল স্বীকার করে নেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটি ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে তিন টি-টোয়েন্টির সিরিজটিও হেরে গেছে স্বাগতিকরা।