কোচ শাস্ত্রীসহ আইসোলেশনে ভারতের ৪ জন

ভারত শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ টেস্টে পজিটিভ ফল এসেছে প্রধান কোচ রবি শাস্ত্রীর। সতর্কতার অংশ হিসেবে তাকেসহ দলটির মোট চারজন সদস্যকে রাখা হয়েছে আইসোলেশনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 11:25 AM
Updated : 5 Sept 2021, 11:25 AM

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রোববার নিশ্চিত করে বিষয়টি। আইসোলেশনে থাকা বাকিরা হলেন বোলিং কোচ ভারত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল।

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, তাদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। আপাতত টিম হোটেলেই থাকবেন তারা। চিকিৎসক দলের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া ছাড়া দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তাদের কেউ।

দলের বাকি সদস্যদের শনিবার রাতে একটি ও পরদিন সকালে আরেকটি কোভিড-১৯ টেস্ট করানো হয়। এই পরীক্ষায় নেগেটিভ আসাদের দা ওভাল টেস্টের চতুর্থ দিন দলের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

সিরিজের চতুর্থ টেস্টে ভালো অবস্থানে ভারত। ১৭১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছে তারা। আপাতত দলটি সঙ্গে পাচ্ছে না কোচিং স্টাফের অনেককেই।