জাদেজাকে পাঁচে দেখে শেবাগের মনে পড়ছে টেন্ডুলকারকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2021 12:27 PM BdST Updated: 03 Sep 2021 12:27 PM BdST
-
শচিন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগ যেমন ছিলেন খেলোয়াড়ী জীবনে।
-
পাঁচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রবীন্দ্র জাদেজা।
ব্যাটিং অর্ডারে রবীন্দ্র জাদেজার নিয়মিত জায়গা সাত-আট নম্বরে। সেই জাদেজাকে ওভাল টেস্টের প্রথম দিনে দেখা গেল পাঁচে! ভারতের ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন দেখে বিরেন্দর শেবাগ ফিরে গেলেন প্রায় দেড় যুগ আগে। যখন বদল আনা হয়েছিল শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তির ব্যাটিং পজিশনে।
ইংল্যান্ডের বিপক্ষে ওভালে বৃহস্পতিবার ভারত ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন জাদেজা। এমনিতে পাঁচে নিয়মিত ব্যাট করেন অজিঙ্কা রাহানে। এই ইনিংসে জাদেজাকে পাঁচে জায়গা দিয়ে রাহানে নামেন ছয়ে।
এই ফাটকা অবশ্য কাজে লাগেনি। জাদেজা আউট হয়ে যান ১০ রান করে, রাহানে ফেরেন ১৪ রানে।
পরিবর্তনের পেছনে জাদেজার চেয়ে রাহানেকে নিয়ে ভাবনাই বেশি কাজ করেছে বলে মনে করেন শেবাগ। এমনিতে নির্ভরযোগ্য হলেও এই সিরিজে একদমই ফর্মে নেই রাহানে। নিজেদের সময়কার উদাহরণ টেনে শেবাগ বললেন, এবারও তেমন কিছুই হতে পারে কারণ।
“আমার মনে আছে, ২০০৪ সালের অস্ট্রেলিয়া সফরে (২০০৩-০৪) টেন্ডুলকার রান করছিল না। তখন তাকে চার থেকে সরিয়ে পাঁচে নামিয়ে সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক) নিজে খেলেছিলেন চারে। এরকম হয় অনেক সময়। একই পজিশনে খেলে বারবার আউট হতে থাকলে এরকম পরিবর্তন করা হয়।”

পাঁচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রবীন্দ্র জাদেজা।
২০০৩-০৪ মৌসুমর ওই অস্ট্রেলিয়া সফরে ব্রিজবেন ও অ্যাডিলেইড টেস্টে ব্যর্থতার পর মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হন টেন্ডুলকার। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে নিয়মিত পজিশন চার থেকে সরিয়ে তাকে খেলানো হয় পাঁচে। এবার ৪৪ রান করে কিছুটা ছন্দ তিনি ফিরে পান।
পরের টেস্টে সিডনিতে আবার চারে ফিরে তিনি খেলেন ক্যারিয়ারের কিংবদন্তিতুল্য ইনিংসগুলোর একটি, অপরাজিত ২৪১। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৬০ রানে।
জাদেজাকে পাঁচে খেলানোর পেছনে অবশ্য আরেকটি যুক্তিও পাচ্ছেন শেবাগ। ভারতের ব্যাটিং অর্ডারে এমনিতে প্রথম পাঁচজনই ডানহাতি। এখানে একটু পরিবর্তনের জন্যও বাঁহাতি জাদেজাকে ওপরে আনা হতে পারে বলে মনে করছেন শেবাগ।
“এমনও হতে পারে, ইংল্যান্ডের বোলারদের লাইন-লেংথ নাড়িয়ে দিতেই একজন বাঁহাতিকে পাঠানো হয়েছে তখন। স্রেফ একটি ম্যাচের জন্যই হতে পারে এটি। কন্ডিশন যেহেতু সুইং বোলারদের সহায়তা করছিল এবং ডানহাতি ব্যাটসম্যানরা বিপাকে ছিল, তাই জাদেজাকে পাঁচে পাঠানো হয়ে থাকতে পারে।”
-
চার দিনেই হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ
-
বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
-
হেডিংলিতে কিপিং করে ভারত টেস্টের দলে বিলিংস
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
‘সিক্সটি’-তে মনোযোগ দিতে সিপিএলে খেলবেন না গেইল
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি