অস্ট্রেলিয়াকে হারানোর বড় সুযোগ দেখছেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2021 07:58 PM BdST Updated: 01 Aug 2021 08:07 PM BdST
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মোটে আড়াই মাস। বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই তাই নিজেদের পরখ করার আর প্রস্তুতির সুযোগ। কিন্তু ভবিষ্যৎ ভাবনায় বুঁদ থেকে তো বর্তমানকে উপক্ষো করার জো নেই। রাসেল ডমিঙ্গো তাই বিশ্বকাপে এক চোখ রাখলেও অনেক আশা ভরে তাকিয়ে অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলে। বাংলাদেশ কোচের মতে, অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের।
Related Stories
অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে, তিন ম্যাচের সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের জন্য নিজেদের শানিত করার সুযোগ প্রতিটিই।
তবে অস্ট্রেলিয়াকে নিজেদের আঙিনায় পেয়ে সুযোগটি হাতছাড়া করতে চান না ডমিঙ্গো। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার বাংলাদেশ কোচ বললেন, বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি এই সিরিজে জয়ের তাড়নাও থাকবে তার দলের।
“জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের চেষ্টা করার বড় সুযোগ এটি আমাদের জন্য। আমাদের আত্মবিশ্বাসের জন্য এটি (সিরিজ জয়) দারুণ হবে। অবশ্যই আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আমাদের সেই সুযোগ করে দেবে।”
“দুটি দিক থেকে তাই এটিকে দেখা যায়। সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া ও তরুণ ক্রিকেটারদের উন্নতির ব্যাপারটি আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি খেলার সুযোগ বাংলাদেশ পায় না। আমাদের জন্য তাই এটি অনেক বড় সিরিজ। আমরা এখানে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এই ‘ভালো করা’ মানে যে সিরিজ জয়, সেটাও সরাসরিই বলে দিয়েছেন ডমিঙ্গো।
“কোনো সংশয় নেই যে আমরা সিরিজ জিততে চাই। এখানে স্রেফ প্রতিদ্বন্দ্বিতা করতে নামব না আমরা, চাইব দারুণ একটি সিরিজ কাটাতে।”
“কাজটি অবশ্যই চ্যালেঞ্জের। তারা বিশ্ব ক্রিকেটের সেরা শক্তিগুলির একটি। ওদের সঙ্গে লড়তে ও জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে। কোচ হিসেবে আমি আত্মবিশ্বাসী, সেই সামর্থ্য আমাদের আছে। আমরা যদি মৌলিক ব্যাপারগুলি ঠিকঠাক করতে পারি, তাহলে অস্ট্রেলিয়াকে বেগ দিতে পারি ও হারাতে পারি।”
-
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার