বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড-দ. আফ্রিকার প্রথম ওয়ানডে

ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি করছিল রাজত্ব। বৃষ্টির বিরতিতে খেলা হলো চল্লিশ ওভার। ফিফটিতে আয়ারল্যান্ডকে টানলেন উইলিয়াম পোর্টারফিল্ড ও অ্যান্ডি বালবার্নি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য তাড়ার সুযোগই দিলো না প্রকৃতি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 05:21 PM
Updated : 11 July 2021, 05:21 PM

বৃষ্টি বাগড়ায় রোববার আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে।

প্রায় এক ঘণ্টা দেরিতে টস হলেও তখন কমানো হয়নি ওভার। মাঝের বাধায় ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। কিন্তু সেটাও খেলা সম্ভব হয়নি পুরোপুরি। আয়ারল্যান্ড ৪০ ওভার ২ বলে ৪ উইকেটে করে ১৯৫ রান।

এরপর আর খেলাই হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা শেষে স্থানীয় সময় পাঁচটার একটু পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

ডাবলিনে টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের শুরুটা ছিল সাবধানী। পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়তে দেননি দুই ওপেনার পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। এই সময় দুইজনে রান তোলেন কেবল ২৮।

অনেকটা সময় টিকে থাকলেও সেভাবে থিতু হতে পারছিলেন না স্টার্লিং। ৪০ বলে ১৩ রান করা এই ব্যাটসম্যানের ভোগান্তি থামান আন্দিলে ফেলুকওয়ায়ো। এরপর বালবার্নির সঙ্গে দারুণ এক জুটি গড়েন পোর্টারফিল্ড।

তাদের ৮৭ রানের জুটি ভাঙে ৯ চারে ৬৩ করা পোর্টারফিল্ডের বিদায়ে। ৬৯ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান ফেরেন তাবরাইজ শামসির লেগ স্পিনে স্লিপে ক্যাচ দিয়ে।

দারুণ ব্যাটিংয়ে ৬৮ বলে ফিফটি তুলে নেন বালবার্নি। এরপরই আবার হানা দেয় বৃষ্টি। এক ঘণ্টার বেশি সময় পর খেলা শুরু হলে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে।

৩৫ ওভারে শেষে আয়ারল্যান্ডের রান তখন ১৪৮/২। এরপর দ্রুত রান তোলায় মনোযোগ দেন বালবার্নি ও হ্যারি টেক্টর। কিন্তু আইরিশ অধিনায়ক টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ চারে ৬৫ করা বালবার্নিকে থামান কাগিসো রাবাদা।

ওই ওভারেই দক্ষিণ আফ্রিকা পেসারকে টানা ছক্কা-চার মেরে টেক্টর হন কট-বিহাইন্ড। মার্ক অ্যাডায়ার লুঙ্গি এনগিডি ও রাবাদাকে একটি করে ছক্কায় উড়িয়ে দলের রান নিয়ে যান দুইশর কাছে।

এরপর আবারও বৃষ্টি। থামার কোনো নাম নেই। ফলে ম্যাচ হয় পরিত্যক্ত।

আগামী মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ৪০.২ ওভারে ১৯৫/৪ (পোর্টারফিল্ড ৬৩, স্টার্লিং ১৩, বালবির্নি ৬৫, টেক্টর ২৫, অ্যাডায়ার ১৬*, ডকরেল ১*; রাবাদা ৮.২-২-৪৩-২, এনগিডি ৮-০-৩৩-০, ফেলুকওয়ায়ো ৭-১-৩৯-১, মহারাজ ৯-০-৩৮-০, শামসি ৮-০-৩৫-১)।

ফল: ম্যাচ পরিত্যক্ত।