তাসকিনের ‘ডান্স মুভ’, দৃষ্টিতে আগুন ও দুর্দান্ত ৭৫
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2021 06:56 PM BdST Updated: 08 Jul 2021 06:56 PM BdST
-
তাসকিনের হেলমেটের গ্রিল ঠেসে মুখোমুখি মুজারাবানি। ছবি: ভিডিও থেকে।
-
তাসকিনের ‘ডান্স মুভ’, ব্যাটিংয়ের আগে একটু দেখিয়েছেন নাচের ঝলক। ছবি: ভিডিও থেকে।
-
তাসকিনের দৃষ্টিতে আগুন। ছবি: ভিডিও থেকে।
উইকেটে ব্যাটসম্যানদের প্রায়ই নাচিয়ে ছাড়েন বোলাররা। কিন্তু ব্যাটসম্যান নিজেই ‘ডান্স মুভ’ দেখাচ্ছেন, এমন ঘটনা বিরল। তাসকিন আহমেদ সেই মজার দৃশ্য উপহার দিলেন। এরপর দেখা গেল তার রুদ্র রূপও। ব্লেসিং মুজারাবানির মুখোমুখি হলেন, চোখে চোখ রেখে তাকালেন। ছড়াল উত্তাপ। সেই অধ্যায় পেছনে পেলে ব্যাট হাতেই তাসকিন উপহার দিলেন আনন্দময় সময়। দেখা পেলেন মাইলফলকের।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারের টেস্টের দ্বিতীয় দিনে তাসকিন খেলেছেন ৭৫ রানের দারুণ ইনিংস।
টেস্টে তার আগের সর্বোচ্চ ৩৩। শুধু টেস্ট ক্রিকেটেই নয়, স্বীকৃত ক্রিকেটে ২০৭ ম্যাচ খেলে তিনি ফিফটির স্বাদ পেলেন প্রথমবার।
মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে গড়েছেন দেশের রেকর্ড, একটুর জন্য গড়তে পারেননি বিশ্বরেকর্ড।

তাসকিনের ‘ডান্স মুভ’, ব্যাটিংয়ের আগে একটু দেখিয়েছেন নাচের ঝলক। ছবি: ভিডিও থেকে।
মুজরাবানির তা নিশ্চিতভাবেই ভালো লাগেনি। এগিয়ে গিয়ে তিনি কিছু একটা বলেন তাসকিনকে। জবাব দিতে একটুও সময় নেননি তাসকিন। এগিয়ে গিয়ে তিনি ছোঁড়েন কথার তীর। পরের মুহূর্তেই দুজন মুখোমুখি, এতটাই কাছাকাছি যে তাসকিনের হেলমেটের গ্রিলে মুখ ঠেসে দাঁড়ান মুজারাবানি। বাক্য বিনিময় চলে। এরপর ব্যাটিং ক্রিজে ফিরে যাওয়ার আগে ক্রুদ্ধ দৃষ্টি দেন তাসকিন, যেন চাহনির আগুনে পুড়িয়ে দেবেন মুজারাবানিকে।
মেজাজ হারিয়ে লাইন-লেংথও হারিয়ে বসেন মুজারাবানি। তার পরের তিন ওভারেই বাউন্ডারি মারেন তাসকিন।
ইনিংসটি থমকে যেতে পারত ৩২ রানেই। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার বলে স্লিপে ক্যাচ দেন তাসকিন, কিন্তু সহজ সুযোগটি হাতছাড়া করেন মিল্টন শুম্বা।
লাঞ্চের আগে এনগারাভার বলেই সিঙ্গেল নিয়ে ফিফটিতে পা রাখেন তিনি ৬৯ বলে। ড্রেসিং রুমের সামনে সতীর্থরা যখন ফেটে পড়ছে করতালিতে, তাসকিনের মুখেও তখন চওড়া হাসি।

তাসকিনের দৃষ্টিতে আগুন। ছবি: ভিডিও থেকে।
কোনো বোলারই তাকে বিপাকে ফেলতে পারছিল না। এগোচ্ছিলেন তিনি অনায়াসেই। ‘টিপিক্যাল’ লোয়ার অর্ডার ইনিংস এটি ছিল না। বরং তার কিছু শট, অফ সাইডে কিছু নান্দনিক ড্রাইভে মনে হয়েছে যেন তিনি জাত ব্যাটসম্যান!
৭৫ যখন হয়েই গেল, সেঞ্চুরিটাও মনে হচ্ছিল, খুবই সম্ভব।
হলো না, হুট করে নিজেকে হারিয়ে ফেলায়। বাঁহাতি ব্যাটসম্যান তিনি, মিল্টন শুম্বার নিরীহ বাঁহাতি স্পিন পেয়ে মাথা চেপে বসল বড় শটের চিন্তা। সেটাই কাল হলো। স্লগ করতে গিয়ে বোল্ড।
মাহমুদউল্লাহর সঙ্গে তার নবম উইকেট জুটির রান তখন ১৯১। আর চার রান করলেই ছুঁতে পারতেন মার্ক বাউচার ও প্যাটস সিমকক্স জুটির বিশ্বরেকর্ড!
রেকর্ড হলো না। নিজের সেঞ্চুরি হলো না। তার পরও মনে হয় তার আক্ষেপ খুব একটা থাকার কথা নয়। প্রাপ্তির ঝুলিও যে অনেক ভারী!
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা