ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে বার্তা ডিকভেলা-হাসারাঙ্গা-মেন্ডিসদের

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মতো ব্যাটিং অনুশীলন দারুণ হলো শ্রীলঙ্কারও। বিধ্বংসী ব্যাটিং উপহার দিলেন নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, কুসল মেন্ডিসরা। কার্যকর ইনিংস খেলে সেরা একাদশে জায়গার দাবি জানিয়ে রাখলেন আশেন বান্দারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2021, 01:20 PM
Updated : 21 May 2021, 01:20 PM

বিকেএসপিতে শুক্রবার ৪০ ওভারের ম্যাচে কুসল মেন্ডিসের নেতৃত্বে ‘বি’ দল করে ৫ উইকেটে ২৮৪ রান। কুসল পেরেরার নেতৃত্বে ‘এ’ দল ৩৭.২ ওভারে থমকে যায় ২৮২ রানে।

‘বি’ দলের হয়ে ইনিংস শুরু করে ডিকভেলা করেন ৬৩ বলে ৮৮, তিনে নেমে কুসল মেন্ডিস ৪৯ বলে ৬৯। ‘এ’ দলের হয়ে তিন নম্বরে নামা অলরাউন্ডার হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৯ রানের ইনিংস। পাঁচে নেমে বান্দারা অপরাজিত থাকেন ৭০ বলে ৮০ করে।

টস জিতে ব্যাটিংয়ে নামা ‘বি’ দল তৃতীয় ওভারে হারায় ওপেনার পাথুম নিসানকাকে। দ্বিতীয় উইকেটে ১৭ ওভারে ১৫৭ রানের জুটি গড়েন ডিকভেলা ও কুসল মেন্ডিস।

৭ চার ও ৪ ছক্কায় ৮৮ করে স্বেচ্ছাবসরে যান ডিকভেলা। মেন্ডিস রান আউট হন ৬ চার ও ৩ ছক্কায় ৬৯ রান করে।

এরপর ধনাঞ্জয়া ডি সিলভা ধরে রাখতে পারেননি ইনিংসের গতি (৩৬ বলে ২৫)। পেসার চামিকা করুনারত্নে তার ব্যাটিংয়ের ঝলক দেখান ৩৫ রান করে। শেষ দিকে লাকশান সান্দাক্যান ২৩ বলে করেন অপরাজিত ২৭।

‘এ’ দলের রান তাড়ায় কুসল পেরেরা ও দানুশকা গুনাথিলাকা ৬ ওভারে তোলে ৪৬ রান। এরপর দ্রুত বিদায় নেন দুজনই। ১৫ বলে ১৭ করেন গুনাথিলাকা, ২৪ বলে ২৮ পেরেরা।

এমনিতে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করলেও এ দিন তিনে সুযোগ পেয়ে ধ্বংসযজ্ঞ চালান হাসারাঙ্গা। ৯ চার ও ৫ ছক্কায় ৭৯ রান করে তরুণ অলরাউন্ডার আউট হন দুশমন্থ চামিরার বলে।

এরপর পঞ্চম উইকেটে ১০৭ রানের জুটি গড়েন বান্দারা ও ইসুরু উদানা। ৪৯ বলে ৪৭ করে আউট হন উদানা। বান্দারার অপরাজিত ৮০ রানের ইনিংসে চার ৬টি, ছক্কা ২টি। এই দলের কেবল ৯ জনই নামেন ব্যাটিংয়ে।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রস্তুতি ম্যাচেও দাপট ছিল ব্যাটসম্যানদের। ফিফটি ছাড়ান দুই দলের পাঁচ জন।

সংক্ষিপ্ত স্কোর:

টিম ‘বি’: ৪০ ওভারে ২৮৪/৫ (ডিকভেলা ৮৮, নিসানকা ২, কুসল মেন্ডিস ৬৯, ধনাঞ্জয়া ২৫, রমেশ মেন্ডিস ২, করুনারত্নে ৩৫, বিনুরা ফার্নান্দো ২১*, সান্দাক্যান ২৭*; উদানা ৭-০-৪০-১, আসিথা ফার্নান্দো ৫-০-২৭-১, শিরান ফার্নান্দো ৬-০-৫৩-০, হাসারাঙ্গা ৭.১-০-৪৩-০, দনাঞ্জয়া ২-০-৩২-০, শানাকা ৪-০-৩১-০, গুনাথিলাকা ৫-০-২৬-১, বান্দারা ৩.৫-০-২৬-০)।

টিম ‘এ’: ৩৭.২ ওভারে ২৮২ (গুনাথিলাকা ১৭, কুসল পেরেরা ২৮, হাসারাঙ্গা ৭৯, শানাকা ১, বান্দারা ৮০*, উদানা ৪৭, দনাঞ্জয় ৫, শিরান ফার্নান্দো ২, আসিথা ফার্নান্দো ০; চামিরা ৭-০-৪৫-১, বিনুরা ফার্নান্দো ৭-০-৪৩-১, করুনারত্নে ৬.২-০-৪০-৩, সান্দাক্যান ৭-০-৫৯-১, রমেশ মেন্ডিস ৭-০-৫৭-১, ধনাঞ্জয়া ৩-০-৩৬-০)।