প্রথমবার উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে মেয়ার্স-বনার

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ জয়ের দুই নায়ক কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার পেলেন বড় পুরস্কার। প্রথমবারের মতো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 03:02 PM
Updated : 5 May 2021, 03:34 PM

২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জনকে রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথমবার জায়গা পেয়েছেন আরও দুজন। লাল বলের চুক্তিতে আছেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা, সাদা বলে বাঁহাতি স্পিনার আকিল হোসেন। 

সব সংস্করণের চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। গত মৌসুমে এই তালিকায় থাকা রোস্টন চেইজ এবার নেই কোনো সংস্করণেই।

গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় কেন্দ্রীয় চুক্তি করা হয়েছে। গতবারের চুক্তি থেকে বাদ পড়াদের মধ্যে আছে শিমরন হেটমায়ার, ওশান টমাস, শেলডন কটরেল, শেন ডাওরিচের মতো বড় নাম।

এক বছর মেয়াদের নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ওয়েস্ট ইন্ডিজের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি:

সব সংস্করণে: জেসন হোল্ডার

লাল বলের চুক্তি: ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মেয়ার্স, কেমার রোচ

সাদা বলের চুক্তি: কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শেই হোপ, আকিল হোসেন, এভিন লুইস, আলজারি জোসেফ, নিকোলাস পুরান, হেইডেন ওয়ালশ জুনিয়র