ইয়াসিরের ৮ রানের আক্ষেপ, তানভিরের ৩ উইকেট

স্লগ করে তুলে নিতে চাইলেন বাউন্ডারি, কিন্তু স্টাম্পের বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। চমৎকার ইনিংসের সমাপ্তি আক্ষেপ নিয়ে। ৮ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না ইয়াসির আলি চৌধুরির। বাংলাদেশ ইমার্জিং দলের বাকি ব্যাটসম্যানদের থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে না পারার চিত্র দেখা গেল দিন জুড়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 01:06 PM
Updated : 27 Feb 2021, 01:06 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩১৩ রানে। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ‘এ’ দল ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। এখনও ১২৭ রানে এগিয়ে স্বাগতিকরা।

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো সংগ্রহ এনে দেওয়ার কারিগর ইয়াসির করেন ১১৫ বলে ৯২ রান। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ইনিংস গড়া ৮ চার ও ৫ ছক্কায়।

১ উইকেটে ৮১ রান নিয়ে শনিবার দিন শুরু করা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন সাইফ ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তাদের সম্ভাবনাময় দুটি ইনিংসই থেমে যায় পঞ্চাশের আগে।

পরপর দুই ওভারে ফিরে যান সাইফ ও মাহমুদুল। ৪৯ রানে স্বাগতিক অধিনায়ককে ফিরিয়ে দেন গ্রাহাম হুমে। কট বিহাইন্ড হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না সাইফ। ক্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রতিবাদ জানান, যেতে যেতে লেগ আম্পায়ারের সঙ্গেও কথা বলেন এই ওপেনার। আর স্টাম্পের বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন ৪২ রান করা মাহমুদুল।

জোড়া ধাক্কার আঘাত তৌহিদ হৃদয়কে নিয়ে সামাল দেন ইয়াসির। দুজনে গড়েন ১১২ রানের জুটি। তৌহিদকে ৩৬ রানে এলবিডব্লিউ করে প্রতিরোধ ভাঙেন জোনাথান গার্থ।

পিটার চেইসকে বাউন্ডারি মেরে ৬৮ বলে ফিফটি স্পর্শ করেন ইয়াসির। আস্থার সঙ্গে খেলে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে ফিরেন ৯২ রানে।

শাহাদাত হোসেন ও আকবর আলি পারেননি দলকে টানতে। দুই জনই ফিরেন থিতু হয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুতেই চেপে ধরেন ইবাদত হোসেন, তানভির ইসলাম। নিজের দ্বিতীয় ওভারেই জেমস ম্যাককলামকে কট বিহাইন্ড করেন ইবাদত।

পরের তিন ব্যাটসম্যানকে বিদায় করেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তানভির।

উইকেট না পেলেও প্রতিপক্ষের ওপর চার ধরে রেখে বোলিং করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড এ দল ১ম ইনিংস: ১৫১

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৯০.৪ ওভারে ৩১৩ (আগের দিন ৮১/১) (সাইফ ৪৯, মাহমুদুল ৪২, ইয়াসির ৯২, তৌহিদ ৩৬, শাহাদাত ২০, আকবর ১৯, রিশাদ ০, তানভির ৮, ইবাদত ৪, খালেদ ০*; অ্যাডায়ার ১৬.৪-৮-২২-৩, হুমে ১৩-৩-৫৬-৩, টেক্টর ২০-৩-৮১-১, চেইস ১০-২-৩২-০, গার্থ ১২-১-৪৮-২, ডেলানি ১৬-১-৪৯-১, ডোহেনি ৩-০-২৩-০)।

আয়ারল্যান্ড এ দল ২য় ইনিংস: ২০ ওভারে ৩৫/৪ (ম্যাককলাম ১, ললোর ৮, ডোহেনি ২০, গার্থ ০, টেক্টর ২*, ক্যাম্পার ২*; ইবাদত ৬-১-১৭-১, খালেদ ৫-২-৪-০, তানভির ৭-৩-৯-৩, রিশাদ ২-১-৩-০)।