‘হাফিজের প্রতি অবিচার করেছে পিসিবি’

মোহাম্মদ হাফিজকে কেন্দ্রীয় চুক্তিতে সি ক্যাটাগরিতে রাখায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক কিপার-ব্যাটসম্যান মঈন খান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স কোচ এটাকে দেখছেন পক্ষপাতমূলক আচরণ হিসেবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 10:13 AM
Updated : 27 Feb 2021, 10:13 AM

টি-টোয়েন্টিতে এখনও পাকিস্তানের সেরা পারফরমারদের একজন ৪০ বছর বয়সী হাফিজ পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে শুক্রবার হাফিজের প্রতি পিসিবি আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মঈন।

“মোহাম্মদ হাফিজ ‘এ’ ক্যাটাগরিতে চুক্তির দাবি রাখে। ‘সি’ ক্যাটাগরিতে রেখে পিসিবি তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেনি, যেখানে আজহার আলি ও ইয়াসির শাহ এক ফরম্যাটে খেলে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। একজনের বিরুদ্ধে এটা পক্ষপাতমূলক আচরণ।”

হাফিজের সিদ্ধান্তকে অবশ্য সম্মান করছেন পিসিবির চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান।

“মোহাম্মদ হাফিজ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি হতাশ, তবে আমি তার সিদ্ধান্তকে পুরোপরি সম্মান করি। মৌসুমজুড়ে আমাদের তারকা পারফরমারদের একজন হাফিজ এবং আমরা আশা করি দক্ষিণ আফ্রিকা সফরে সে তার ফর্ম ধরে রাখবে।”

২০১৯ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে কেবল টি-টোয়েন্টি খেলছেন হাফিজ। এই সংস্করণে ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে তার। সবশেষ ৯ ইনিংসে করেছেন পাঁচ ফিফটি। এই সময়ে বিশের নিচে আউট হয়েছেন কেবল দুইবার।

চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ফর্ম ধরে রেখেছেন তিনি। কোয়েটার হয়ে প্রথম তিন ম্যাচে করেছেন অপরাজিত ৩৩, অপরাজিত ৭৩ ও ৬০ রান।