দ্বিতীয় টেস্টে নেই আর্চার

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে এই পেসারের ডান কনুইয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 05:43 PM
Updated : 11 Feb 2021, 05:43 PM

ইংল্যান্ড অ্যান্ড ওয়েসল ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে বৃহস্পতিবার জানায়, আর্চারের চোট খুব একটা গুরুতর নয়। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে তাকে পেতে আশাবাদী দল।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট নেন আর্চার। এর মধ্যে প্রথম ইনিংসে নতুন বলের বিধ্বংসী স্পেলে ভারতের দুই ওপেনারকেই ফেরান তিনি। চেন্নাইয়ে মঙ্গলবার শেষ হওয়া ম্যাচটি ইংল্যান্ড জেতে ২২৭ রানে।

পরদিন বুধবার হাতের ব্যথায় অনুশীলন করতে পারেননি ডান হাতি এই পেসার। পরে তাকে দেওয়া হয় ব্যথানাশক ইনজেকশন।

এক বছর আগে একই কনুইয়ে চোট পেয়েছিলেন আর্চার। যদিও ইসিবি জানিয়েছে, এই ব্যথা অতীতের কোনো চোটের সঙ্গে সম্পর্কিত নয়।

প্রথম টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। আগামী শনিবার চেন্নাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।