র্যাঙ্কিংয়ে সাকিব-মুমিনুলদের উন্নতি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2021 05:32 PM BdST Updated: 10 Feb 2021 05:32 PM BdST
-
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মমিনুল হকের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও সাকিব আল হাসান। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।
সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ২৬ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে করেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি, ১১৫ রান। এতে আট ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৩৩তম স্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক।
চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে না পারলেও প্রথম ইনিংসে সাকিব করেন ৬৮ রান। চার ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৩০তম স্থানে। উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও, এখন তিনি ২২তম।
চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই খারাপ করা তামিম ইকবাল নেমে গেছেন ৩৭ নম্বরে।
ব্যাটসম্যানদের শীর্ষে আগের মতোই আছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামস। দুই নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো জো রুট উঠেছেন তিন নম্বরে।
বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া অফ স্পিনার মিরাজ। বোলারদের র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত সাকিব (উমেশ যাদবের সঙ্গে যুগ্মভাবে ২২তম) ও তাইজুল ইসলাম (২৭তম)।
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ৫ উইকেট নেওয়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তার সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রড। শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। আগের মতোই চার নম্বরে আছেন সাকিব।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’