শ্রীলঙ্কায় গিয়ে করোনাভাইরাস পজিটিভ মইন

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 01:59 PM
Updated : 4 Jan 2021, 01:59 PM

দুই টেস্টের সিরিজ খেলতে রোববার শ্রীলঙ্কায় পৌঁছায় ইংল্যান্ড দল। এরপর করানো কোভিড-১৯ পরীক্ষায় মইনের ফল পজিটিভ আসে বলে পরদিন এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

লঙ্কান সরকারের কোয়ারেন্টিন প্রোটোকল মেনে ১০ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন ৩৩ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডার।

আগামী ১৪ জানুয়ারি গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

মইনের সংস্পর্শে এসেছিলেন ধরে নিয়ে সেলফ-আইসোলেশনে পাঠানো হয়েছে ক্রিস ওকসকেও। এই সময়ে তাকে পর্যবেক্ষণ করা হবে এবং আরেক দফা পরীক্ষা করানো হবে বলে ইসিবির বিবৃতিতে বলা হয়েছে।

আরেক দফা পরীক্ষার পর মঙ্গলবার দুপুর থেকে অনুশীলন শুরু করার কথা ছিল ইংল্যান্ড দলের। এখন একদিন পিছিয়ে বুধবার অনুশীলন শুরু করবে সফরকারীরা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি।