রাহানের সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

আগের টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার দুঃস্বপ্ন ছাই চাপা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে দুইশর নিচে থামিয়ে আজিঙ্কা রাহানের দারুণ সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে বড় লিডের পথে রয়েছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2020, 08:28 AM
Updated : 27 Dec 2020, 08:44 AM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান করেছে ভারত। ৮২ রানে এগিয়ে তারা। রাহানে অপরাজিত ১০৪ রানে, রবীন্দ্র জাদেজা উইকেটে ৪০ রান নিয়ে।

ভারতের দ্বাদশ অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সংস্করণে সেঞ্চুরি ছোঁয়া পঞ্চম ভারতীয় অধিনায়ক তিনি।

১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শুবমান গিল ও চেতেশ্বর পুজারা এদিন দলকে খুব একটা টানতে পারেননি। 

গিলকে ৪৫ রানে থামিয়ে অস্ট্রেলিয়াকে দিনের প্রথম উইকেট এনে দেন প্যাট কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শেষ হয় অভিষিক্ত ওপেনারের সম্ভাবনাময় ইনিংস।

নিজের পরের ওভারেই দারুণ এক ডেলিভারিতে পুজারাকে ফেরান কামিন্স। তবে কৃতিত্ব ছিল টিম পেইনেরও। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ গ্লাভসে জমান তিনি।

অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষ করে ভারত। ছবি: বিসিসিআইয়ের টুইটার।

হনুমা বিহারিকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা চালান অধিনায়ক রাহানে। কিন্তু বিহারি সঙ্গ দিতে পারেনি বেশিক্ষণ। ন্যাথান লায়নকে সুইপ করতে গিয়ে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে থামেন ২১ রানে।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রাহানে। বিহারির পর রিশাব পান্তকে নিয়ে গড়েন আরেকটি পঞ্চাশোর্ধ জুটি। থিতু হয়ে যাওয়া কিপার-ব্যাটসম্যান পান্তকে ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক।

এরপরই এদিন নিজেদের সেরা জুটি পায় ভারত। ১১১ বলে ফিফটি করা রাহানেকে দারুণ সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। মাঝে ৭৩ রানে স্মিথের হাতে জীবন পাওয়া রাহানে দিনের শেষ দিকে পৌঁছে যান তিন অঙ্কে।

১৯৫ বলে ১১ চারে টেস্টে দ্বাদশ সেঞ্চুরি স্পর্শ করেন রাহানে।

অন্য প্রান্তে জাদেজা দেখান চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। বিরাট কোহলির অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেওয়া রাহানের সঙ্গে গড়েন দারুণ এক জুটি। তাদের জুটিতে এরই মধ্যে এসেছে ১০৪ রান। গুঁড়িগুঁড়ি বৃষ্টির বাধায় আম্পায়াররা আগেভাগে দিনের খেলা সমাপ্তি টানার আগে ভারতে লিড পৌঁছে গেছে একশ রানের কাছে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস:  ১৯৫

ভারত ১ম ইনিংস: (আগের দিন ৩৬/১) ৯১.৩ ওভারে ২৭৭/৫ (গিল ৪৫, পুজারা ১৭, রাহানে ১০৪*, বিহারি ২১, পান্ত ২৯, জাদেজা ৪০*; স্টার্ক ১৮.৩-৩-৬১-২, কামিন্স ২২-৭-৭১-২, হেইজেলউড ২১-৬-৪৪-০, লায়ন ১৮-২-৫২-১, গ্রিন ১২-১-৩১-০)