দ. আফ্রিকা টেস্ট দলে নতুনের ছড়াছড়ি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আরও দুই নতুন মুখকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুথো সিপামলা ও রায়নার্ড ফন টোন্ডের। চোট কাটিয়ে দলে ফিরেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2020, 02:52 PM
Updated : 18 Dec 2020, 02:52 PM

এক বিবৃতি দিয়ে শুক্রবার টপ অর্ডার ব্যাটসম্যান ফন টোন্ডের ও পেসার সিপামলাকে টেস্ট দলে নেওয়ার কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৯ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ক্রিকেটার ৬ জন।

তিনবারে দেওয়া দলে আর চার নতুন মুখ স্যারেল ইরউই, কাইল ভেরেইন, গ্লেন্টন স্টুয়ারম্যান ও মিগেল প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন ফন টোন্ডের। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তার। গত বছর টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সিপামলা অপেক্ষায় টেস্ট অভিষেকের।

ডোয়াইন প্রিটোরিয়াস ফিরলেও কুঁচকির চোট পাওয়া কাগিসো রাবাদা এখনও সেরে উঠেননি বলে বিবৃতিতে জানিয়েছে বোর্ড।

প্রচলিত ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ টেস্টের স্লটে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। ৩ থেকে ৭ জানুয়ারি জোহানেসবার্গে হবে পরেরটি। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন, মিগেল প্রিটোরিয়াস, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিপামলা, রায়নার্ড ফন টোন্ডের।