দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত সাবেক শ্রীলঙ্কান পেসার

বড় শাস্তি অপেক্ষা করছে নুয়ান জয়সার সামনে। ক্রিকেট দুর্নীতির তিনটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 02:03 PM
Updated : 19 Nov 2020, 02:03 PM

২০১৮ সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আইসিসির স্বাধীন দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনালে শুনানির পর সবগুলো অপরাধেই দোষী সাব্যস্ত হয়েছেন জয়সা। আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তার সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকছে এবং শিগগিরই আরও শাস্তি ঘোষণা করা হবে।

টি-টেন লিগে অংশ নিয়ে জয়সা আইসিসি দুর্নীতি-বিরোধী আইনের চারটি ধারা ভেঙেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এমিরেটস ক্রিকেট বোর্ডও। সেগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে টিম শ্রীলঙ্কার বোলিং কোচ ছিলেন জয়সা। ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত তিনি শ্রীলঙ্কার হয়ে খেলেন ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে।