২৫ ম্যাচ পর উইকেটশূন্য রাবাদা

কাগিসো রাবাদার অবিশ্বাস্য উইকেট শিকার অভিযানে অবশেষে ছেদ পড়ল। আইপিএলে টানা ২৫ ম্যাচ উইকেট নেওয়ার অভাবনীয় কীর্তির পর এবার একটি ম্যাচে উইকেট পেলেন না দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 03:57 PM
Updated : 27 Oct 2020, 03:57 PM

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মঙ্গলবার চার ওভারে কোনো উইকেটের দেখা পাননি দিল্লি ক্যাপিটালসের পেসার। এমনিতে দারুণ নির্ভরযোগ্য এই বোলার এ দিন বেশ খরুচেও ছিলেন, গুনেছেন ৫৪ রান।

এই ম্যাচের আগে আইপিএলে রাবাদা সবশেষ উইকেটশূন্য ছিলেন ২০১৭ আসরে। তখন তিনি খেলতেন দিল্লির আগের ফ্র্যাঞ্চাইজি ডেয়ারডেভিলসে। সেই ম্যাচও ছিল সানরাইজার্সের বিপক্ষে। সেদিনও তিনি রান দিয়েছিলেন অনেক, চার ওভারে ৫৯।

ওই দিনের পর থেকে ম্যাচের পর ম্যাচ উইকেট নিয়ে গেছেন টানা। এই পরিক্রমায় ছাড়িয়ে গেছেন আইপিএলে টানা উইকেট শিকারের আগের রেকর্ড গড়া বিনয় কুমারকে। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচ উইকেট নিয়েছিলেন বিনয়।

সেই কীর্তি ছাড়িয়ে আরও সামনে ছুটতে থাকেন রাবাদা। শেষ পর্যন্ত যেখানে গিয়ে থামলেন, যে কারও জন্যই এই রেকর্ড টপকে যাওয়া হওয়ার কথা ভীষণরকম কঠিন।