নিউ জিল্যান্ড সফরের অনুমতি পেল পাকিস্তান-উইন্ডিজ

করোনাভাইরাস পরিস্থিতিতে এখনও নিউ জিল্যান্ডের সীমান্ত বন্ধ। এর মাঝেই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সেখানে সফরের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আগামী নভেম্বরে নিউ জিল্যান্ডে ফিরতে পারে ক্রিকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2020, 01:14 PM
Updated : 25 Sept 2020, 01:14 PM

সরকারের অনুমতি পাওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে শুক্রবার নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি করে টেস্ট ও তিনটি করে টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও আয়োজন করতে আশাবাদী নিউ জিল্যান্ড ক্রিকেট।

“এই গ্রীষ্মে আন্তর্জাতিক সফরকারী দলগুলোর সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে সরকারের অনুমতি পেয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। যা শুরু হবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পুরুষ দল দিয়ে।”

ইংল্যান্ডের মতো জৈব-সুরক্ষা বলয় তৈরি করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজগুলো আয়োজন করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিল নিউ জিল্যান্ডের বোর্ড।