করোনাভাইরাস পরীক্ষার পর হবে ক্রিকেটারদের অনুশীলন

শ্রীলঙ্কা সফরের জন্য সম্ভাব্য স্কোয়াডের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে সোমবার। ফল পাওয়ার পর বুধবার থেকে মিরপুরে আবার শুরু হবে অনুশীলন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 03:12 PM
Updated : 6 Sept 2020, 03:12 PM

বিসিবির প্রাথমিক ভাবনায় ছিল, শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার পর ১৮ সেপ্টেম্বর করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ক্রিকেটারদের টিম হোটেলে তোলা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে। ক্রিকেটারদের অনুশীলনে থাকা এক ট্রেনার কোভিড-১৯ পজিটিভ হওয়া ও সাপোর্ট স্টাফের কয়েকজনের উপসর্গ দেখা দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় মিরপুরের অনুশীলন পর্ব। আবার শুরু করার আগে তাই সবার পরীক্ষা করিয়ে নিচ্ছে বিসিবি।

মিরপুরে অনুশীলন বন্ধ থাকলেও ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, রাজশাহী ও রংপুরে ক্রিকেটারদের অনুশীলন চলছে।

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ঢাকায় ফেরার কথা রোববার রাতে। তার সঙ্গে আলোচনা করে শিগগিরই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সফরের দল। দেশে কয়েকদিন অনুশীলন করে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের।