আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন না মুস্তাফিজ

এবারের আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ক্রিকেট বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। সামনে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আছে বলে মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 05:16 PM
Updated : 4 Sept 2020, 07:03 PM

তিন টেস্টের সিরিজ খেলতে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে মাসখানেক প্রস্তুতি ক্যাম্পের পর সিরিজ শুরু অক্টোবরের শেষ সপ্তাহে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, জাতীয় দলের খেলার কারণেই অনুমতি দেওয়া হয়নি মুস্তাফিজকে।

“ আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেওয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার তাকে পেতে আগ্রহী ছিল বলে জানা গেছে। চোটের কারণে মূল স্কোয়াডের ক্রিকেটারের বদলী প্রয়োজন ছিল দুই দলেরই।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট।

২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই আসর মাতিয়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন ১৭ উইকেট নিয়ে। সেরা উদীয়মান ক্রিকেটারও হয়েছিলেন সেবার। পরের বছর মুম্বাই ইন্ডিয়ান্সে এক ম্যাচ খেলে ছিলেন উইকেটশূন্য। ২০১৮ আইপিএলে মুম্বাইয়ের হয়েই ৭ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।