পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রট

গ্রায়েম থর্পের জায়গায় ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জোনাথন ট্রট। আপাতত পাকিস্তান সিরিজে দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 12:33 PM
Updated : 3 August 2020, 12:33 PM

স্বাগতিকদের কোচিং দলে যুক্ত হচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক স্পিনার জিতান প্যাটেল ও সাবেক ইংলিশ পেসার গ্রায়েম ওয়েলচ।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ট্রট ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট। ২০১৮ সব ধরনের ক্রিকেট অবসর নেওয়া এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন প্রায় ১৯ হাজার রান।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চূড়ায় যাওয়া ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ট্রট। ২০১১ সালে হন আইসিসির বর্ষসেরা খেলোয়াড়। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানান তিনি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ট্রট অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে করেন সেঞ্চুরি। এই সংস্করণে ৪৪.০৮ গড়ে তার রান প্রায় চার হাজার। ওয়ানডেতে ৬৮ ম্যাচে রান করেছেন ৫১.২৫ গড়ে।

আগামী বুধবার ম্যানচেস্টারে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।