সেরাদের একজন হওয়ার স্বপ্ন টমাসের

গতির ঝড় তুলে নজর কাড়া ওশেন টমাস মুখিয়ে আছেন লাল বলে নিজের সামর্থ্য দেখাতে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে অপেক্ষায় আছেন এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 05:44 PM
Updated : 7 June 2020, 05:44 PM

২০১৮ সালের অক্টোবরে ওয়ানডে ও পরের মাসে টি-টোয়েন্টিতে অভিষেক হয় টমাসের। দুই সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। সাদা বলে ক্যারিবিয়ান দলে পাকা করেছেন নিজের জায়গা। 

টমাসের নজর এখন টেস্ট ক্রিকেটে। জ্যামাইকা অবজারভারকে রোববার দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার টেস্ট ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা জানান।

“আমি অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই। চাই, তিন সংস্করণেই ভালো করতে। টেস্ট ক্রিকেট হলো সর্বোচ্চ ধাপ, সেরা হতে যেটা সবাই খেলতে চায়। কেউ গড়পরতা মানের ক্রিকেটার হতে চায় না, সেরাদের একজন হতে চায়।”

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টমাস ডাক পেয়েছিলেন টেস্ট দলে। সেবার খেলার সুযোগ হয়নি। এবার আছেন রিজার্ভ দলে। সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তবুও আশায় দিন গুনছেন টমাস।