করোনাভাইরাস: সেলফিতেও মানা ইংলিশ ক্রিকেটারদের

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশ সতর্ক অবস্থানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটারদের করমর্দন এড়ানোসহ বেশ কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে আগেই। এবার যোগ হলো আরও সতর্কতামূলক পদক্ষেপ। শ্রীলঙ্কা সফরে ভক্তদের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 11:03 AM
Updated : 11 March 2020, 11:16 AM

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সুরক্ষার সম্ভাব্য সবরকম উপায়ই তাই বেছে নেওয়ার চেষ্টা চলছে। দলের ক্রিকেটার ও স্টাফদের অপ্রয়োজনীয় জনসম্পৃক্ততা এড়িয়ে চলতে বলেছে ইংল্যান্ডের বোর্ড। সমর্থকদেরও তারা অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করতে। 

সমর্থকদের জন্য এটি হতাশার হলেও তারা বাস্তবতা অনুধাবন করবেন বলে আশা ইসিবির।

শ্রীলঙ্কা সফরে আসার আগেই ইংলিশ অধিনায়ক জো রুট জানান, এই সফরে তারা হাত মেলাবেন না। এর পরিবর্তে তারা করবেন ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাতে আলতো টোকা)।

‘পরিকল্পনা অনুযায়ী সফর চলবে বলে আশাবাদী’ রুট আরও জানান, কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দল এবং ‘কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী’ তারা চলবেন।

আগামী ১৯ মার্চ গলে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ মার্চ, কলম্বোতে।