টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন প্রদিপ, ধনাঞ্জয়া

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নুয়ান প্রদিপ ও ধনাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পান শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 04:40 PM
Updated : 2 March 2020, 04:40 PM

প্রদিপের জায়গায় তিন বছর পর দলে ফিরেছেন আসিথা ফার্নান্দো। তবে ধনাঞ্জয়ার বদলি হিসেবে কাউকে না রাখার কথা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্যান্ডিতে রোববার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন প্রদিপ। এরপর আর মাঠে নামেননি তিনি।

অভিজ্ঞ এই পেসার ম্যাচে বোলিং করেছিলেন ৪.৩ ওভার। হ্যামস্ট্রিংয়ের চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

কবজির চোটে পাঁচ ওভার বোলিং করে অফ স্পিনার ধনাঞ্জয়াও মাঠ ছেড়েছিলেন। পরে মাঠে ফিরলেও আর বোলিং করেননি।

দলে ফেরা ২২ বছর বয়সী ডানহাতি পেসার আসিথার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৭ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর কোনো সংস্করণেই আর সুযোগ পাননি। এবার টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন।

দুই ম্যাচ সিরিজের প্রথমটি হবে আগামী বুধবার ক্যান্ডিতে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার।

শ্রীলঙ্কার পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), আভিশকা ফার্নান্দো, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান, ইসুরু উদানা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।